চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুতের স্পর্শে মিতা খাতুন (৯) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামের আবাসনে এ ঘটনা ঘটে। মিতা খাতুন ওই আবাসনের মধু শেখের মেয়ে এবং মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে প্রকৃতির ডাকে সারা দিয়ে টয়লেটে প্রবেশের সময় বৈদ্যুতিক তারে মিতার হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা মিতাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। news24bd.tv/NS...
যেভাবে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হলো স্কুলছাত্রীর
চুয়াডাঙ্গা প্রতিনিধি

ফরিদপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকর্মীকে আলফাডাঙ্গা থানায় সদ্য হওয়া একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের শুক্রবার (৯ মে) ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ। এর আগে বৃহস্পতিবার রাতে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান হাই (৬৩), দাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য নাজিমুদ্দিন (৪০), রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (৪৫), রূপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের...
বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাট প্রতিনিধি:

বাঘের তাড়া খেয়ে বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন লোকালয় সোনাতলায় চলে আসা দুই বছর বয়সের একটি স্ত্রী চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে গ্রামবাসীর সহযোগিতায় সুন্দরবনের ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার টিমের (ভিটিআরটি) সদস্যরা হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। দুপুরে উদ্ধার হওয়া হরিণটি শরণখোলা রেঞ্জ অফিস এলাকার বনে অবমুক্ত করা হয়েছে। ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, বাঘের তাড়া খেয়ে শুক্রবার দুপুরে সুন্দরবনের ভোলা নদী সাঁতরে একটি চিত্রা হরিণ তিন কিলোমিটার দূরে সোনাতলা ভেতরে ঢ়ুকে পড়ে। অক্ষত অবস্থায় হরিণটি দুপুর ১২টার দিকে উদ্ধার করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে পৌঁছে দেয়া হয়। বাগেরহাটের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব...
বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক

জাল সনদের মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে বহিষ্কৃত পুলিশ সদস্য ও ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি নুরুল ইসলামের সহযোগী আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল মামুন শিবগঞ্জ উপজেলার ওমরপুর গ্রামের বাসিন্দা এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মফিজ উদ্দিনের ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, উপজেলার মর্দানা গ্রামে দায়েরকৃত একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন আল মামুন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, জাল সনদের মাধ্যমে চাকরি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর