নিরাপত্তা ব্যবস্থায় চলাচল করলেও রাজধানীতে এক ঘণ্টার বেশি সময় যানজটে আটকা পড়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। আজ শুক্রবার (৯ মে) বিকেল ৫টার দিকে ধানমন্ডির মাহবুব ভবন থেকে বেরিয়ে সংসদ ভবনে আড়ং মোড়ে, মনিপুরী পাড়ার কাছের সড়ক এবং বিজয়সরণি সড়কে যানজটে আটকা পড়ে তার গাড়িবহর। গাড়িবহরে পুলিশ প্রটেকশন গাড়ি এবং ব্যক্তিগত নিরাপত্তার গাড়ি থাকলেও রাস্তায় কোনো রকম হুইসেল ব্যবহার না করে সাধারণ যানবাহনের সঙ্গে জোবাইদা রহমানের গাড়িও ধীরে ধীরে চলতে থাকে। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) একজন সদস্য জানান, সাধারণ যানবাহনের সঙ্গে আমাদের নিরাপত্তার গাড়িগুলো ছিল। যেহেতু সাধারণ পরিবহন থামিয়ে দ্রুত যেতে ভিআইপি গাড়ি যেভাবে হুইসেল বাজিয়ে যায়, সেটা না করার নির্দেশনা থাকায় আমরা সাধারণ পরিবহনের সঙ্গে...
সড়কে সাধারণ যানবাহনের সঙ্গেই ছিল জোবাইদার গাড়ি
নিজস্ব প্রতিবেদক

দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগকে গণহত্যাকারী দল আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মার্চ টু ঢাকার মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার রাত ৮টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। নাহিদ ইসলাম তার পোস্টে বলেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। তিনি আরও উল্লেখ করেন, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই ব্লকেড শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে, সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে। ফেসবুক পোস্টে তিনি আওয়ামী লীগকে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র, ইসলাম, নারী ও মানবতার...
ক্ষমতায় গেলে কী করবেন; তা মানুষ জেনে গেছে, বিএনপিকে চরমোনাই পীর
অনলাইন ডেস্ক

বিএনপির কঠিন সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন,হাজার হাজার মায়ের কোল খালি হলো, তখন আপনারা কোথায় ছিলেন? সংস্কার যেগুলো প্রয়োজন, সেগুলো সংস্কার না হতেই স্লোগান শুধু নির্বাচন আর নির্বাচন। ৫ আগস্টের পরে আপনারা কী করেছেন? আমরা দেখছি আপনারা সারা দেশে চাঁদাবাজি করে অশান্ত করে তুলেছেন। আজ শুক্রবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। গণসমাবেশে আ ন ম মামুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির আব্দুলাহ আজাদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ নুরুন নাবী প্রমুখ। মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, আপনারা ঘাট দখল করেছেন, স্টেশন দখল করেছেন, মামলা বাণিজ্য শুরু করেছেন। আপনারা আগে এগুলো নিয়ন্ত্রণ করেন, তারপর...
‘সার্ক কার্যকর থাকলে ভারত-পাকিস্তান যুদ্ধ হতো না’
পঞ্চগড় প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) যদি কার্যকর ও সক্রিয় থাকত, তাহলে ভারত-পাকিস্তানের মতো যুদ্ধ এড়ানো সম্ভব হতো। শুক্রবার বিকেলে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সার্কের স্বপ্নদ্রষ্টা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার মানুষের স্বার্থে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি ছিল তার দূরদর্শী চিন্তার ফসল। নওশাদ জমির আরও অভিযোগ করেন, কিছু রাষ্ট্রের অসহযোগিতার কারণেই সার্ক আজ কার্যত অচল হয়ে পড়েছে। যদি প্রতিবছর সার্কের মাধ্যমে রাষ্ট্রপ্রধানরা আলোচনায় বসতেন, তাহলে এই অঞ্চলে যুদ্ধ-সংঘাতের জায়গা থাকত না,- বলেন বিএনপির এই নেতা। তিনি জিয়াউর রহমানের একটি উদ্ধৃতি উল্লেখ করে বলেন, What to be achieved sitting across the table...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর