রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৩০ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (৩ মে) দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয় থানা এলাকার বিভিন্ন স্থানে। পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছে: ডিএমপির বিভিন্ন মামলায় ২৩ জন, ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জন, প্রতারণার অভিযোগে ১ জন, দস্যুতার চেষ্টায় ১ জন এবং অন্যান্য অভিযোগে ১ জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মিঠুন কুমার (৪৭), জলিল রতন (৩৮), সাব্বির (২৩), লিটন (৩২), সোহেল মিঠু (৪২), ইমন (২১), এ্যালেক্স তুহিন (২১), ফয়সাল (২৫), সোহান (৩৮), সাত্তার (৪৫), মেহেদী (১৬), নুর ইসলাম (১৬), রেজাউল (৪২), তোফায়েল (৫০), আশরাফুল (৩০) প্রমুখ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোতে আইনি ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।...
মোহাম্মদপুরে থানা পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৩০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সিএনজি খোয়ালেন চালক
অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর ১১ নম্বরের মেইন রোডের পাশে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে অচেতন করে তাঁর যানটি ছিনতাই করেছে দুর্ধর্ষ অজ্ঞান পার্টির সদস্যরা। শনিবার (৩ মে) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মো. ইউসুফ (৪০)। তিনি ভোলার তজুমদ্দিন উপজেলার কোড়াল মারা গ্রামের মৃত নুরুল হকের ছেলে এবং বর্তমানে মিরপুর ১২ নম্বর বিহারি ক্যাম্পে বসবাস করেন। চালক ইউসুফের স্ত্রী নাজমা বেগম জানান, আমার স্বামী পেশাদার সিএনজি চালক। আজ দুপুরে খাবার খেয়ে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বের হন। পরে রাতের দিকে জানতে পারি, কেউ তাঁকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে সিএনজি নিয়ে পালিয়ে গেছে। পরিবারের সদস্যরা খবর পেয়ে ইউসুফকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প...
রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক

প্রতিদিন আমরা নানা প্রয়োজনে বিভিন্ন মার্কেটে যাই। কিন্তু গিয়ে যদি দেখা যায়, মার্কেটটি বন্ধ তবে কার না মেজাজ খারাপ হয়। আসুন জেনে নেই রোববার (৩ মে) রাজধানীতে বন্ধ থাকছে কোন কোন এলাকার মার্কেট ও দোকানগুলো। যেসব এলাকার দোকানপাট বন্ধ আগারগাঁও, তালতলা, শেরেবাংলানগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।...
পল্টনের সাব্বির টাওয়ারে আগুন লাগার কারণ জানা গেলো
অনলাইন ডেস্ক

ঢাকার পুরান পল্টনের ৩/৪ নম্বর ঠিকানায় অবস্থিত সাব্বির টাওয়ার নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল ফারস হোটেলের ঠিক বিপরীতে হওয়ায় দ্রুতই বিষয়টি নজরে আসে ফায়ার সার্ভিসের। শনিবার (৩ মে) সন্ধ্যায় আগুন লাগে। আগুন লাগার খবর ফায়ার সার্ভিসে পৌঁছায় রাত ৮টা ২৫ মিনিটে এবং প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৮টা ৩২ মিনিটে। পরে মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনটির ব্যবসায়ী ওপ্রত্যক্ষদর্শীরা জানান, ১১তলা ভবনের বেশিরভাগই ইলেকট্রনিক ডিভাইসের দোকান। ভবনটির ছাদে ঝাড়বাতি বা বাল্ব তৈরির কারখানা ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে জানিয়েছেন তারা। সন্ধ্যায় ৬টায় একবার শর্ট সার্কিটের ঘটনা ঘটেছেও বলে জানান তারা। যেটি তাৎক্ষণিকভাবে মিস্ত্রি এনে ঠিক করা হয়। কিন্তু পরবর্তীতে ৮টা ২০ থেকে ২৫ এর দিকে আবারও শর্ট সার্কিট থেকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর