পেহেলগামে সাম্প্রতিক হামলা ঘিরে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেই নতুন করে মুখ খুলেছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের অভিযোগ, ইসলামাবাদ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেএ দাবিকে বানোয়াট ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের অভ্যন্তরে আমরা কোনো ড্রোন, ক্ষেপণাস্ত্র বা রকেট হামলা চালাইনি। ভারতীয় ভূখণ্ডে হামলার কোনো সত্যিকারের প্রমাণ তারা দেখাতে পারেনি। পুরো অভিযোগটাই একটি কল্পিত গল্প। শরীফ চৌধুরী আরও বলেন, আমরা কেবল নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমিত অস্ত্রের মাধ্যমে ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছি। এ ধরনের সীমান্ত উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু ভারতের...
ভারতে হামলার বিষয়ে নতুন তথ্য জানালো পাকিস্তান
অনলাইন ডেস্ক

আঁধার নামতেই ভারতীয় ভূখণ্ডে গোলাবর্ষণ পাকিস্তানের
অনলাইন ডেস্ক

আঁধার নামতেই ভারতীয় ভূখণ্ডে ফের গোলাবর্ষণ শুরু করেছে চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। আবার ব্ল্যাকআউট হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। আজ শুক্রবার (৯ মে) সন্ধ্যায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে একাধিক ভারতীয় গণমাধ্যমের সূত্রের বরাতে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে কলকাতাভিত্তিক এই মিডিয়া জানায়, এরই মধ্যে উরি, কাপওয়াড়া এবং পুঞ্চে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মুতে বাজছে সাইরেন। শুক্রবার সন্ধ্যা থেকে অম্বলাতেও ব্ল্যাকআউট। অন্য দিকে দেশের ২৪টি বিমানবন্দর আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র। শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, বৃহস্পতিবার ভারতের বিভিন্ন স্থানে আক্রমণ করেছে পাকিস্তানি সেনারা। তাদের লক্ষ্য ছিল ভারতের সেনাঘাঁটি থেকে বসতি এলাকা। যার...
ভারতজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ
অনলাইন ডেস্ক

একের পর এক হামলা করছে পাকিস্তান। এমনটাই দাবি করছে ভারত। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত রাতে অন্তত ৫০০ ড্রোন পাঠিয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার (৯ মে) কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। এতে ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ ধারায় প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন ভারতের ৩৬ জায়গায় পাকিস্তানের ৪০০ হামলা ০৯ মে, ২০২৫...
অবশেষে সাইকামোর গ্যাপের সেই গাছ কেটে ফেলা অভিযুক্তরা বিচারের মুখোমুখি
অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের বিখ্যাত সাইকামোর গ্যাপ গাছ ধ্বংসের ঘটনায় অবশেষে দুই অভিযুক্তের বিরুদ্ধে আদালতে দোষ প্রমাণিত হয়েছে। ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর রাতে গাছটি পরিকল্পিতভাবে কেটে ফেলার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ড্যানিয়েল গ্রাহাম (৩৯) এবং অ্যাডাম ক্যারাদার্স (৩২)। শুক্রবার (৯ মে) নিউক্যাসলের ক্রাউন কোর্টে এই রায় দেন বিচারক। উত্তর ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ডের ঐতিহাসিক হ্যাড্রিয়ানস ওয়ালের পাশে অবস্থিত গাছটি শুধু প্রাকৃতিক নিদর্শন নয়, বরং স্থানীয়দের কাছে এটি এক সাংস্কৃতিক আবেগের প্রতীক ছিল। এই গাছকে কেন্দ্র করে বহু ছবি, স্মৃতি এবং পর্যটনের গল্প গড়ে উঠেছিল। ন্যাশনাল পার্ক রেঞ্জার গ্যারি প্রথম ঘটনাস্থলে পৌঁছে দেখেন গাছটি মাটিতে পড়ে আছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা বিশ্বজুড়ে পরিবেশপ্রেমীদের মধ্যে ক্ষোভ ও দুঃখের সঞ্চার করে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর