গৃহবধূ কলি আক্তার বিয়ের ২৪ ঘণ্টা পার না হতেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। পরিবার-পরিজনের কান্নায় ভারি হয়ে উঠেছে এলাকা। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। প্রতিবেশিরাও বাকরুদ্ধ। গতকাল শনিবার (৩ মে) সকালে মাদারীপুর সদর উপজেলায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানায়ে, মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়ার মৃত রকমান মাতুব্বরর ছেলে কাতার প্রবাসী আসলাম মাতুব্বরের (৩১) সঙ্গে প্রথমে বিয়ে হয় একই এলাকার সালাম খার মেয়ে কলি আক্তারের (২২)। পরে তাদের কোলজুড়ে আসে এক ছেলে সন্তানও। কিন্তু পারিবারিক কলহের জেরে দেড় মাস আগে আসলামের সাথে কলির বিবাহবিচ্ছেদ হয়। এরপর একবছরের আইয়েনকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন কলি। পরে শুক্রবার দুপুরে কলির সঙ্গে পারিবারিকভাবে আবার বিয়ে হয় প্রতিবেশি মান্নান খার ছেলে আলী খার (৩০) সঙ্গে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কলির সাবেক...
শিশু সন্তানকে ছিনিয়ে নেওয়ায় বিয়ের পর দিন কলির চিরবিদায়
অনলাইন ডেস্ক

জীবনযুদ্ধে সব হারিয়েও হার মানেননি জসিম
নেত্রকোনা প্রতিনিধি

গত ২৫ বছর আগে দুপুর বেলা হঠাৎই এক ভয়াবহ দুর্ঘটনায় জীবন বদলে যায় জসিমের। বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে মাটিতে পড়ে কোমরের হাড় চূর্ণবিচূর্ণ হয়ে যায়। চিরতরে বদলে যায় তার জীবন। শুধু চলার শক্তিই নয়, হারিয়েছেন পুরুষত্বের অহংকারটুকুও। প্রতিদিন সকালে ক্র্যাচে ভর করে হেটে চলেন। পথে সেই পিলারের সামনে এসে কিছুক্ষণ থেমে থাকলেও জীবন চলায় হার মানেননি। বছরের পর বছর হাসপাতাল ও বিছানায় শুয়েও কখনো মনোবল হরাননি। মায়ের অক্লান্ত পরিশ্রমে জীবনে দ্বিতীয় বার হাঁটতে শিখেছেন। হাত ও মাথা কাজে লাগিয়ে পুরনো পেশায় ফিরেছেন। তবে এখন আর বৈদ্যুতিক পিলারে নয় ক্র্যাচে ভর করে সরকারি বেসরকারি ভবন ও বাসা বাড়িতে ইলেকট্রনিক্স কাজ রেখে পরে সহযোগীদের মাধ্যমে তা বাস্তবায়ন করেন। জসিম উদ্দীন জানান, প্রথম দিকে সামান্য আয় হলেও এখন ভালোই আয় তার। মাস শেষে এখন গড়ে প্রায় ৪০/৫০ হাজার টাকা...
‘৫০ বছরে যারাই ক্ষমতায় এসেছে তারাই লুটপাট করেছে’
রাজবাড়ী প্রতিনিধি

বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারির ও সহকারী অঞ্চল পরিচালক মো. দেলোয়ার হোসেন বলেছেন, দীর্ঘ ৫০ বছর ধরে যারাই দেশ শাসন করেছে তারাই ছিল চোর, বাটপার, ধোঁকাবাজ, প্রতারক, রাষ্ট্রীয় সম্পদ লুটকারী। যার কারণে আমরা অভাব দারিদ্র্য থেকে জাতি হিসেবে মুক্ত হতে পারি নাই। আজ শনিবার (৩ এপ্রিল) বিকেলে রাজবাড়ীর পাংশা পৌরসভা ময়দানে সহযোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মো. দেলোয়ার হোসেন বলেন, মালয়েশিয়া এক সময় আমাদের থেকেও দুর্বল দেশ ছিল। অথচ আমাদের ছেলেরা কামলা খাটার জন্য মালয়েশিয়া যাচ্ছে সমুদ্রপথে। ইতালিতে যাচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে, অনেকেই ভূমধ্যসাগরে মারা যায়। এ জন্য তিনি যারা দেশ শাসন করেছে তাদের দায়ী করেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে স্বৈরতন্ত্র কায়েম করে। দেশের মানুষকে শাসন...
‘ফ্যাসিস্টদের আর কোনো জায়গা দেবে না ভবিষ্যতের বাংলাদেশ’
পঞ্চগড় প্রতিনিধি

ভবিষ্যতের বাংলাদেশ ফ্যাসিস্টদের আর কোনো জায়গা দেবে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, সংস্কারের কথা প্রথম বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রাস্ট্র মেরামতের যে কথাগুলো সেগুলো ২০১৪ সালে বেগম জিয়া বলেছেন। ২০১৮ সালে আমাদের নির্বাচনি ইস্তেহারে ছিলো। আজকে যারা সংস্কারের কথা বলছেন বিএনপির ৩১ দফার মধ্যে নাই এ রকম সংস্কার আপনারা কেউ করতে পারেননি। বিএনপি ক্ষমতায় আসলে রাস্ট্র সংস্কার আটকে থাকবে না । আরও সামনের দিকে এগিয়ে যাবে। বিএনপির অগ্রযাত্রাকে বাংলাদেশের অগ্রযাত্রাকে একটা ফ্যাসিস্ট দল বার বার পিছিয়ে দিয়েছে। ভবিষ্যতের বাংলাদেশ ফ্যাসিস্টদের আর কোন জায়গা দেবেনা। এটাই আমাদের প্রত্যয়। দীর্ঘ দেড় যুগ পর সদর উপজেলা বিএনপির সম্মেলন উপলক্ষে আজ শনিবার (৩ মে) দুপুরে সরকারি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর