রাজধানীর মিরপুর ১১ নম্বরের মেইন রোডের পাশে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে অচেতন করে তাঁর যানটি ছিনতাই করেছে দুর্ধর্ষ অজ্ঞান পার্টির সদস্যরা। শনিবার (৩ মে) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মো. ইউসুফ (৪০)। তিনি ভোলার তজুমদ্দিন উপজেলার কোড়াল মারা গ্রামের মৃত নুরুল হকের ছেলে এবং বর্তমানে মিরপুর ১২ নম্বর বিহারি ক্যাম্পে বসবাস করেন। চালক ইউসুফের স্ত্রী নাজমা বেগম জানান, আমার স্বামী পেশাদার সিএনজি চালক। আজ দুপুরে খাবার খেয়ে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বের হন। পরে রাতের দিকে জানতে পারি, কেউ তাঁকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে সিএনজি নিয়ে পালিয়ে গেছে। পরিবারের সদস্যরা খবর পেয়ে ইউসুফকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প...
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সিএনজি খোয়ালেন চালক
অনলাইন ডেস্ক

পল্টনের সাব্বির টাওয়ারে আগুন লাগার কারণ জানা গেলো
অনলাইন ডেস্ক

ঢাকার পুরান পল্টনের ৩/৪ নম্বর ঠিকানায় অবস্থিত সাব্বির টাওয়ার নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল ফারস হোটেলের ঠিক বিপরীতে হওয়ায় দ্রুতই বিষয়টি নজরে আসে ফায়ার সার্ভিসের। শনিবার (৩ মে) সন্ধ্যায় আগুন লাগে। আগুন লাগার খবর ফায়ার সার্ভিসে পৌঁছায় রাত ৮টা ২৫ মিনিটে এবং প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৮টা ৩২ মিনিটে। পরে মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনটির ব্যবসায়ী ওপ্রত্যক্ষদর্শীরা জানান, ১১তলা ভবনের বেশিরভাগই ইলেকট্রনিক ডিভাইসের দোকান। ভবনটির ছাদে ঝাড়বাতি বা বাল্ব তৈরির কারখানা ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে জানিয়েছেন তারা। সন্ধ্যায় ৬টায় একবার শর্ট সার্কিটের ঘটনা ঘটেছেও বলে জানান তারা। যেটি তাৎক্ষণিকভাবে মিস্ত্রি এনে ঠিক করা হয়। কিন্তু পরবর্তীতে ৮টা ২০ থেকে ২৫ এর দিকে আবারও শর্ট সার্কিট থেকে...
পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে আগুন
নিজস্ব প্রতিবেদক

ঢাকার পুরান পল্টনের ৩/৪ নম্বর ঠিকানায় অবস্থিত সাব্বির টাওয়ারের শীর্ষ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল ফারস হোটেলের ঠিক বিপরীতে হওয়ায় দ্রুতই বিষয়টি নজরে আসে ফায়ার সার্ভিসের। শনিবার (৩ মে ২০২৫) সন্ধ্যায় আগুন লাগে। আগুন লাগার খবর ফায়ার সার্ভিসে পৌঁছায় রাত ৮টা ২৫ মিনিটে এবং প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৮টা ৩২ মিনিটে। পরে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। news24bd.tv/FA
ছয় মাসের মধ্যে পূর্বাচলকে বাসযোগ্য করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান
অনলাইন ডেস্ক

হাতিরঝিল ও পূর্বাচল এলাকা পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এসময় তিনি বলেন, পূর্বাচলকে আগামী ছয় মাসের মধ্যে বাসযোগ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ শনিবার (৩ মে ) এসব এলাকা পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। পরে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। বাসযোগ্য নগরী হিসেবে ঢাকাকে গড়ে তোলার লক্ষ্যে রাজউকের চলমান প্রকল্পসমূহের বর্তমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানার জন্য রাজউক চেয়ারম্যানসহ রাজউকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আজ সকাল সাড়ে ৮টা থেকে হাতিরঝিল এলাকা সরেজমিনে পরিদর্শন শুরু করেন। পরিদর্শনের অংশ হিসেবে রাজউকের কর্মকর্তাবৃন্দ হাতিরঝিল ওয়াটার বোটের জেটি, এম্ফিথিয়েটার, ওয়াকওয়ে, ও রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের সুষ্ঠু...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর