গত ষোলো বছর গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে গণমাধ্যম কীভাবে কাজ করেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (৪ মে) ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র মূল কার্যালয়ে সাহসী নতুন বাংলাদেশ: গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংস্কার রূপরেখা বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের চেষ্টা অব্যাহত আছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া গণমাধ্যম সংস্কারের দীর্ঘমেয়াদী ফলাফল লাভ প্রায় অসম্ভব। বর্তমান সময়ে সরকারের দিক থেকে গণমাধ্যমের উপর কোনো চাপ নেই বলেও জানান তিনি। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ ও গণমাধ্যমকর্মীরা। পূর্বে...
ষোলো বছরে গণমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

কোরবানিতে এ বছর আমদানি হবে না কোনো পশু: ফরিদা আখতার
নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে পাশের দেশ থেকে কোরবানির পশু আসা সম্পূর্ণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রোববার (৪ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে মিয়ানমার থেকে পশু আসা শুরু হয়েছে। এটাও পুরোপুরি অবৈধ। এটা বন্ধ করতে কঠোর নির্দেশনা দেয়া আছে। এ বিষয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি জানান, এ বছর ঈদুল আযহায় কোনো পশু আমদানি করা হবে না। কারণ চাহিদার তুলনায় ২০ লাখের বেশি পশু বেশি আছে। এছাড়া রাস্তা বন্ধ করে যেখানে সেখানে পশুর হাট বসা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। উপদেষ্টা জানান, এ বছর ঈদুল আযহায় মোট ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭ টি গবাদিপশু কোরবানি হবে। এর মধ্যে ৫৬ লাখ ২ হাজার ৯০৫টি গরু-মহিষ, ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি ছাগল-ভেড়া...
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাব্য সুযোগ: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাব্য সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (৪ মে) এক সেমিনারে অংশ নিয়ে তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হলেই রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেয়া যাবে, এটাই একমাত্র সমাধান। সেমিনারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, মানবিক করিডর নিয়ে চুক্তি হয়নি, এটি মানবিক চ্যানেল। মিয়ানমারের আমেরিকার হয়ে বাংলাদেশের সঙ্গে প্রক্সি যুদ্ধের বিষয়টা একেবারেই অপতথ্য ও গুজব। news24bd.tv/FA
তিতাস থেকে তারাপুর—প্রযুক্তি, বিনিয়োগ ও রাজনৈতিক সদিচ্ছায় খুলতে পারে নতুন অর্থনৈতিক দ্বার

বাংলাদেশের জ্বালানি-নির্ভর অর্থনীতির কাঠামোয় এখনো ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস-সম্পদ প্রত্যাশিত গুরুত্ব পায়নি। অথচ এই জেলার তিতাস, সালদা, তারাপুর ও কাশিরামপুর গ্যাসক্ষেত্র বহন করে অসাধারণ ভূতাত্ত্বিক সম্ভাবনা। আধুনিক প্রযুক্তি, সময়োপযোগী বিনিয়োগ এবং রাজনৈতিক সদিচ্ছার সমন্বয়ে এই সম্পদ জাতীয় জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হয়ে উঠতে পারে। তিতাস গ্যাসক্ষেত্র: বাংলাদেশের গ্যাস ইতিহাসের মুকুটমণি ১৯৬২ সালে আবিষ্কৃত ও ১৯৬৮ সালে উৎপাদন শুরু করা তিতাস গ্যাসক্ষেত্র এখনো দেশের সর্ববৃহৎ উৎপাদন ক্ষেত্র। ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশপাশের এলাকায় অবস্থিত এই ক্ষেত্র থেকে বর্তমানে দৈনিক প্রায় ৩৯৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। মূল চ্যালেঞ্জ কূপগুলোর চাপ ক্রমশ হ্রাস পাচ্ছে। বিগত এক দশকে রিজার্ভ মডেল হালনাগাদ হয়নি।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর