তিস্তা নদীর পানির আগ্রাসন ভারতের ঐতিহাসিক আধিপত্যবাদের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারত বাংলাদেশকে পূর্ব কাশ্মীরে পরিণত করতে চায়। আজ মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় রুহুল কবির রিজভী বলেন, ‘অতীতে বামপন্থীরা (বামপন্থী রাজনীতি) ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকলেও এখন তারা সোচ্চার নয়।’ ভারতের ফারাক্কা বাঁধ বাংলাদেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। news24bd.tv/MR/SC
তিস্তায় পানির আগ্রাসন ভারতের ঐতিহাসিক আধিপত্যবাদের অংশ: রিজভী

‘সরকার প্রতিদিন নতুন ইস্যু সামনে আনছে, বাড়ছে নির্বাচন পেছানোর শঙ্কা’
নিজস্ব প্রতিবেদক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে। তারা রাজনৈতিক দলগুলোকে বিরোধী শিবিরে ঠেলে দিচ্ছে৷ মঙ্গলবার (১৩ মে) রাজধানীতে এক সভায় যোগ দিয়ে তিনি বলেন, মানবিক করিডরের কারণে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। সরকার প্রতিদিন নতুন ইস্যু সামনে আনছে এতে সংস্কার ও নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। সাইফুল হক বলেন, সরকার আগুনের গোলায় হাত দিয়ে খেলতে শুরু করেছে। জাতীয় সংগীতের দিকে হাত না দেওয়ার অনুরোধ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতার। সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করে বলেন, গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেননি প্রধান উপদেষ্টা ড. ইউনূস।...
আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টির যুব শাখা
নিজস্ব প্রতিবেদক

জাতীয় যুব শক্তি নামে জাতীয় নাগরিক পার্টির নতুন যুব উইং আত্মপ্রকাশ করতে যাচ্ছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। নাসির জানান, প্রায় আড়াই মাস ধরে এই যুব উইং নিয়ে কাজ করে আসছেন তারা। আগামী শুক্রবার রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে জাতীয় নাগরিক পার্টির এ অঙ্গসংগঠনটি। নাসির পাটোয়ারী আরও বলেন, তরুণদের হাত ধরেই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে। বাংলাদেশের সামনে যে সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগাতে কাজ করবে নতুন এই সংগঠনটি। news24bd.tv/FA
চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন। সোমবার (১২ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বিএনপি মহাসচিব চিকিৎসা নিতে যাওয়ার আগে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করেছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন মির্জা ফখরুল। ব্যাংককে অবস্থানকালে তার চিকিৎসা হবে রুটনিন আই হাসপাতালে। তিনি আরও জানান, ১১ মে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চেকআপের পর চিকিৎসকের পরামর্শে তিনি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর