৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাম ডিঅর হাতে নিয়েই অভিনেতা রবার্ট ডি নিরো ক্ষোভ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি। ভারত-সহ একাধিক দেশে প্রযোজিত ছবির উপর চড়া হারে শুল্ক ধার্য করার বিরুদ্ধে কানের মঞ্চে প্রতিবাদ দ্য গডফাদার অভিনেতার ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল সেই বার্তা ৷ মঙ্গলবার (১৩ মে) ফ্রান্সের ফ্রেঞ্চ রিভেরার রিসোর্ট শহরে বসেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর ৷ অনুষ্ঠানের প্রথম দিন দ্য গডফাদার (পার্ট 2), র্যাগিং বুল, ট্যাক্সি ড্রাইভার খ্যাত অভিনেতার হাতে পাম ডিঅর পুরস্কার তুলে দেন বহুদিনের চেনা জুনিয়র বন্ধু ও সহ-অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিও। এরপরেই বক্তৃতা দিতে গিয়ে অভিনেতা রবার্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বর্তমান সময়ে সিনেমার গুরুত্ব সম্পর্কে কথা বলেন ৷ তার বার্তায় উঠে আসে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
কানে পুরস্কার হাতে নিয়েই ট্রাম্পের ওপর ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা
অনলাইন ডেস্ক

কানে নেই আলিয়া, মঞ্চে পা রাখতেই কটাক্ষ উর্বশীকে
অনলাইন ডেস্ক

জমকালো আয়োজনে ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে মঙ্গলবার। উৎসবের প্রথম দিনেই বড় চমক দেখালেন ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। রেড কার্পেটে হাঁটলেন। পোশাকের কারণে মাঝেমধ্যেই খবরে থাকেন তিনি। এবারেও তার অন্যথা হলো না। বরাবরের মতোই নজর কেড়েছে দর্শকের। তবে মজার বিষয়, এবার উর্বশী রাউতেলা রেড কার্পেটে হাঁটার সময়ে লাখ লাখ টাকার একটি টিয়া পাখিও নিয়ে এসেছিলেন সঙ্গে করে। তবে আসল টিয়া পাখি নয়। বরং, এখানেই রয়েছে চমক। রেড কার্পেটে পা রাখতেই সকলের নজর পড়ল উর্বশীর হাতের প্রায় সাড়ে চার লাখ টাকার ক্লাচের দিকে। চোখে নীল আইশ্যাডো। মাথায় ক্রিস্টালের হেয়ারব্যান্ড। অফ শোল্ডার গাউন। কানে মানানসই দুল। তবে সবচেয়ে বেশি যা চোখে পড়েছে, সেটা হলো অভিনেত্রী চড়া মেকআপ। কান চলচ্চিত্র উৎসব-এর লাল গালিচায় উর্বশীর এমন রূপ দেখে মুহূর্তে ধেয়ে এল একের পর এক...
দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল আদিভি'র যে ছবি
অনলাইন ডেস্ক

মুক্তির পর বেশ প্রশংসিত হয়েছে আদিভি শেষ অভিনীত বহুল আলোচিত মেজর ছবি। তেলেগু ভাষার এই ছবিতে মূল ভূমিকায় রয়েছেন তেলুগু নায়ক আদিভি শেষ। এই ছবির মাধ্যমে হিন্দিতে অভিষেক হয় তার। আর প্রথম হিন্দি ছবিতেই তার অভিনয় মন ছুঁয়ে নিয়েছে দর্শকদের। দক্ষিণের অবশ্য পরিচিত নাম আদিভি। পরিচালক শশী কিরন টিক্কা নির্মাণ করেন মেজর ছবিটি। বায়োগ্রাফিক্যাল অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আদিভি। ৩২ কোটি রুপি বাজেটের এ ছবিটি বক্স অফিসে আয় করেছে ৬২-৬৪ কোটি রুপি। পাশাপাশি দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায় এটি। মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনের জীবনের ওপর নির্মিত মেজর ছবিতে আদিভি শেষের বিপরীতে অভিনয় করেছেন সাই মঞ্জরেকর। তবে শুধু নায়ক নয় খল চরিত্রেও দাপটে অভিনয় করেছেন আদিবি। ২০১১ সালে পঞ্জা ছবিতে ভিলেন মুন্না চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন...
ভেঙেছে প্রেম, সমালোচনাকে কীভাবে দেখেন তামান্না
অনলাইন ডেস্ক

দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার অভিনয়ের পাশাপাশি রুপে মুগ্ধ দর্শক। কিছুদিন আগে বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর তাকে নিয়ে আলোচনা কম হয়নি। ট্রল কিংবা সমালোচনা কীভাবে গ্রহণ করেন তামান্না ভাটিয়া? সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। তামান্না ভাটিয়া বলেন, কোনটা গঠনমূলক সমালোচনা, তা আমি এই জার্নি থেকে শিখেছি। কারণ এটা সবসময়ই থাকে। এমনকি কিছু মতামতও নিশ্চিতভাবে গ্রহণ করি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন নয়। আমি বলতে পারি, এটা ট্রল নাকি উপকারী কিছু। এটি পছন্দ হোক আর না হোক, এক চিমটি লবণ মাখিয়ে তা গ্রহণ করি। তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ওডেলা টু সিনেমা গত ১৭ এপ্রিল মুক্তি পায়। মুক্তির পর দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। গত বছর বক্স অফিস কাঁপানো অন্যতম বলিউড সিনেমা স্ত্রী টু।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর