সারাবিশ্বে তিনি সবচেয়ে গরিব প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ছিলেন। করতেন খুব সাধারণ জীবন যাপন। অবসর জীবনে একজন কৃষকের কাজ করতেন। শাকসবজির খামার নিজ হাতে পরিচর্যা করতেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ এক বছরের লড়াইয়ের পর চলতি মে মাসের শুরুতে তাঁকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছিল। বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি মারা গেলেন। তিনি মারা যাওয়ার আগেই জানিয়েছিলেন তার প্রিয় কুকুরের পাশে যেন সমাহিত করা হয়। করা হয়েছেও তাই। নাম তার হোসে মুজিকা। তিনি ছিলেন উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট। আজ বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। উরুগুয়ের বর্তমান রাষ্ট্রপতি ইয়ামান্দু ওরসি এক্স হ্যান্ডলে এক শোকবার্তায় বলেন, গভীর দুঃখের সঙ্গে আমরা আমাদের কমরেড পেপে মুজিকার প্রয়াণের খবর জানাচ্ছি। প্রেসিডেন্ট, রাজনৈতিক কর্মী, পথপ্রদর্শক এবং নেতা। প্রিয় বন্ধু, আপনাকে...
বিশ্বের গরিব প্রেসিডেন্টকে সমাহিত করা হলো প্রিয় কুকুরের পাশে
অনলাইন ডেস্ক

নিরাপত্তা বাড়ানো হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রীর, কারণ কী?

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এএনআই সূত্রে জানা গেছে, মন্ত্রীর কনভয়ে অতিরিক্ত একটি বুলেটপ্রুফ গাড়ি সংযুক্ত করা হয়েছে। জয়শঙ্কর বর্তমানে সিআরপিএফের জেড শ্রেণির সশস্ত্র নিরাপত্তা আওতায় রয়েছেন। এবার তার দেশব্যাপী সফরের জন্য নতুন করে নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে তৈরি হওয়া সংঘাতের প্রেক্ষাপটে এই হুমকি মূল্যায়ন করা হয়। ওই হামলার জেরে দুই দেশের মধ্যে একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র সামরিক সংঘাত হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত শীর্ষ ভারতীয় কর্মকর্তাদের জন্য ঝুঁকি বেড়েছে বলে চিহ্নিত...
‘তুমি কি রাতে আদৌ ঘুমাও, ঘুমাতে পারো?’, ট্রাম্পের প্রশ্নে হৈচৈ
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যাপক প্রশংসা করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদকে বিশ্বের অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য তিনি মোহাম্মদ বিন সালমানের প্রশংসা করেন। এরপরই তিনি যুবরাজকে এক ব্যতিক্রমী প্রশ্ন করেন। রিয়াদের বিশ্ব ব্যবসায়িক নেতাদের এক সম্মেলনে ট্রাম্প সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসককে জিজ্ঞাসা করেন, তিনি রাতে ঘুমান কিনা। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়েছে, সমালোচনা মোকাবিলা করে দেশকে শক্তিশালী ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করার জন্য সৌদি যুবরাজের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, মোহাম্মদ, তুমি কি রাতে আদৌ ঘুমাও? কীভাবে ঘুমাতে পারো তুমি? ট্রাম্প আরও বলেন, কী দারুণ কাজ তোমার! এ সময় তিনি সৌদি যুবরাজকে ইঙ্গিত করে বলেন, তিনি আমাদের অনেকের মতোই পাশ ফেরেন,...
ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতা না চাইলে যা হবে, জানালো যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপের সময় তারা সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস বা জঙ্গিগোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিয়েছে কিনাসে বিষয়ে কিছু প্রকাশ করা হবে না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র থমাস টমি পিগোট এ কথা বলেন। তিনি বলেন, আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনা নিয়ে কিছু বলব না। তবে আমরা বারবার বলেছি, ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধবিরতিকে আমরা স্বাগত জানাই। আমরা দুই দেশের প্রধানমন্ত্রীর শান্তির পথ বেছে নেওয়ার সিদ্ধান্তকে প্রশংসা করি। আরও পড়ুন পাকিস্তানে ভারতের হামলা, স্পষ্ট বার্তা ফ্রান্সের ০৭...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর