আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবেএমন পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। আজ রোববার (১৮ মে) সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের শুরুতে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ডা. তাহের বলেন, নির্বাচন ঘিরে ইতোমধ্যে দেশে নানা স্থানে সহিংসতা দেখা যাচ্ছে। পাবনায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। অথচ এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। এর আগেই এলাকায় দখলের মতো কার্যক্রম শুরু হয়ে গেছে। তিনি মনে করেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা নিতে হবে। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন...
সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই, সংস্কারের তাগিদ জামায়াতের
অনলাইন ডেস্ক

করিডর ও বন্দর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়
অনলাইন ডেস্ক

গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডর দেওয়া এবং চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে করিডর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশির হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে। আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডর কিংবা বন্দর দেওয়া নাদেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কাজ নয়, এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথাগুলো বলেন। গতকাল শনিবার ঢাকার গুলশানে...
এনসিপি নেতা আখতারকে হত্যার হুমকি
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ শনিবার (১৭ মে) রাতে আখতার নিজেই তার ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানান। তিনি লিখেছেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম বুলেট। চিঠিটা ডাকপিয়ন শুক্রবার বড় ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি। আখতার আরও লিখেছেন, বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনও হবো না। ইন শাআল্লাহ। আল্লাহ ভরসা।...
সবাইকে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত দেশের মধ্যে কুরআনের সমাজ প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, জামায়াত যদি জনগণের সমর্থনে ক্ষমতায় আসে, তবে তারা রাষ্ট্র পরিচালনায় আল্লাহর ভয় ও জবাবদিহি অনুভূতি বজায় রেখে কাজ করবে। শনিবার (১৭ মে) রাতে রাজধানীর কাফরুলের তালতলা হালিম ফাউন্ডেশন স্কুল মাঠে কাফরুল দক্ষিণ থানা জামায়াতের আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডা. শফিকুর রহমান। সমাবেশের সভাপতিত্ব করেন থানা আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের লক্ষ্য হযরত ওমর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর