মিয়ানমারের রাখাইনে সহায়তার নামে করিডর ও চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার অভিযোগের প্রতিবাদে এবং এমন সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী ২৩ ও ২৪ মে ২০২৫, শুক্র ও শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ রোববার (১৮ মে) প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার তার অন্যতম প্রধান কাজ প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দৃশ্যমান উদ্যোগ না নিয়ে রাষ্ট্রীয় এমন অনেক সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে যাচ্ছে-যা মোটেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে বলা হয়, রাখাইনে করিডর ও নিজস্ব সক্ষমতা ও লাভজনক থাকার পরও বিদেশি কোম্পানিকে বন্দর লিজ দেওয়া দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্বের পরিপন্থী।...
দেশব্যাপী দুই দিন বিক্ষোভ করবে সিপিবি
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের ১১ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে।রোববার (১৮ মে) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। জানা গেছে, রাজধানীর গুলিস্তানের ২৩ শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউ) নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা। এসময় সেখান থেকে দলটির ১১ নেতাকর্মীকে আটক করে ডিবি। তবে, তাদের নাম-পরিচয় এখনও হওয়া যায়নি। উল্লেখ্য, আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনার পর...
চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (১৮ মে) দুপুরে তিনি ঢাকা বিমানবন্দর ত্যাগ করেন। তার স্ত্রী আফরোজা আব্বাস এবং ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল সফরসঙ্গী হিসেবে আছেন। তিনি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিবেন। সেখানে তিনি ডায়াবেটিস, অর্থপেডিক, নিউরোলজির বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন এবং শারীরিক পরীক্ষা করাবেন। জানা গেছে, মির্জা আব্বাস আগামী ২৫ মে দেশে ফিরবেন। news24bd.tv/NS
নতুন কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লো ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছেড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এরপর রাজধানীর গুরুত্বপূর্ণ ওই মোড় দিয়ে যান চলাচল শুরু হয়েছে। শাহবাগে অবস্থানকালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারে এখনো আশ্বাস দিতে পারছে না প্রশাসন। ছাত্রদলের নেতাকর্মীর প্রতি বর্তমান সরকার ন্যূনতম সহানুভূতি দেখাচ্ছে না বলে দাবি করেন রাকিব। রোববার (১৮ মে) বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ অবরোধ করেন। শাহবাগ অবরোধ করে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিসসহ নানা স্লোগান দেন। এর আগে দুপুর ১২টার দিকে শাহরিয়ার হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা মিছিল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর