নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের যুক্ত থাকার অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ডিএনসিসি। আজ রোববার (১৮ মে) এক বিবৃতিতে ডিএনসিসি জানায়, প্রশাসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে ডিএনসিসির মুখপাত্র ও তথ্য কর্মকর্তা ফারজানা ববি বলেছেন, এই অভিযোগগুলো মূলত তাদের কাছ থেকে এসেছে, যারা পূর্ববর্তী সময়গুলোতে মানবাধিকার লঙ্ঘন, পরিবেশের ক্ষতি ও স্বৈরাচারী আচরণের সঙ্গে জড়িত ছিল এবং যাদের অপকর্মের বিরুদ্ধে মোহাম্মদ এজাজ ধারাবাহিকভাবে সোচ্চার থেকেছেন। মোহাম্মদ এজাজ একজন দীর্ঘদিনের পরিবেশকর্মী, লেখক ও চিন্তাবিদ। তিনি প্রায় ১৬ বছর ধরে নদী রক্ষা, জলাধার সংরক্ষণ এবং পানির ন্যায্য বণ্টন...
হিযবুত তাহরীরে প্রশাসক এজাজের যুক্ত থাকার অভিযোগ, যা বলছে ডিএনসিসি
অনলাইন ডেস্ক

যে কারণে বন্ধ হচ্ছে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট, জানা গেলো কবে থেকে
নিজস্ব প্রতিবেদক

বহুল আলোচিত ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ১ জুলাই থেকে এই রুটে ফ্লাইট চলাচল স্থগিত করা হবে বলে নিশ্চিত করেছেন বিমানের মুখপাত্র ও মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই রুটে যারা অগ্রিম টিকিট কেটেছিলেন, তারা কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড বা পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন। এ জন্য বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার বা সংশ্লিষ্ট এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি জানান, যাত্রীসংকট ও এয়ারক্র্যাফট স্বল্পতা এই সিদ্ধান্তের মূল কারণ। বর্তমানে হজ ফ্লাইট পরিচালনার কারণে বিমানের বহরে উড়োজাহাজের চাহিদা আরও বেড়েছে। পাশাপাশি, ব্যবসায়িক বাস্তবতার নিরিখে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা থেকে জাপানের নারিতা...
যেসব বিভাগে ৩ দিন অতি ভারী বর্ষণের সতর্কবার্তা
অনলাইন ডেস্ক

দেশের তিন বিভাগে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। আজ রোববার (১৮ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে আজ (১৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা এর বেশি) বর্ষণ হতে পারে। এদিকে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিনের...
ঈদের দিন চলবে যেসব ট্রেন
অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন সারাদেশে অধিকাংশ ট্রেন চলাচল বন্ধ থাকলেও প্রতিবারের মতো এবারও ঈদের দিন নির্দিষ্ট কয়েকটি ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে ৷ শনিবার (১৭ মে) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবিরের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে ৷ এরই মধ্যে চিঠির অনুলিপি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে ৷ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবার ঈদের দিন রেলওয়ে পূর্বাঞ্চলের ১নং আপ/২নং ডাউন (চট্টগ্রাম মেইল) এবং ৫৫আপ/৫৬ নং ডাউন (ভাওয়াল এক্সপ্রেস) ছাড়া সব আন্তঃনগর, মেইল, এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার সুপারিশ করা করা হয়েছে৷ দেশের সর্ববৃহৎ ঈদ জামাত ঘিরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় বিশেষ ট্রেনটি শুধু ঈদের দিন চলাচল করবে ৷ এছাড়া ঈদের দিন রেলওয়ে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর, মেইল, কমিউটার এবং লোকাল বা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর