মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার রায় দ্রুততম সময়ে ঘোষণা হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। প্রভাবশালীদের ক্ষেত্রেও এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি। আজ শনিবার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে তিনি একটি স্টাটাস দিয়েছেন। শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, আছিয়া হত্যা মামলার রায় দ্রুততম সময়ে হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ। আশা করি, অবিলম্বে রায় কার্যকরও হবে। এরপর তিনি লেখেন, তবে কেবল হিটু শেখ নয়, প্রভাবশালী আসামিদের ক্ষেত্রেও একই ধারাবাহিকতা বজায় থাকবেএই প্রত্যাশা করি। সবশেষে তিনি লিখেছেন, অপরাধ করে পার পাওয়া যাবে না, এটা বার বার এ দেশে প্রমাণিত হোক। এর আগে মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালতের বিচারক। এছাড়া বাকি তিন আসামিকে...
আছিয়া হত্যা মামলার রায় নিয়ে শায়খ আহমাদুল্লাহ’র স্টাটাস
অনলাইন ডেস্ক

ঢাকায় বৈদ্যুতিক বাস, বিশ্বব্যাংকের অর্থায়নে কেনা হবে ৪০০—ব্যয় কত?
অনলাইন ডেস্ক

ঢাকায় দুষণ রোধে বৈদ্যুতিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে আজকের পত্রিকার একটি কার্ড শেয়ার করে লিখেছেন, শহরে গণপরিবহনের সমস্যা সমাধানে বৈদ্যুতিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা চালু হবে আগামী ১ জুলাই থেকে। এ জন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। এই প্রকল্পের আওতায়ধাপে ধাপে মোট ৪০০টি বাস কেনার পরিকল্পনা রয়েছে সরকারের।অপারেটর দিয়ে পরিচালনা করা এসব বাস চলবে ঢাকা ও নারায়ণগঞ্জে। এগুলোর মধ্যে শুরুতে পূর্বাচলে ডিটিসিএর ১.৩ একর জায়গায় চার্জিং স্টেশনসহ ডিপো হবে। এই ডিপোতে বাসগুলো থাকবে। আরেকটি ডিপো হবে রাজউকের ঝিলমিল এলাকায়। আরেকটি ডিপো কাঁচপুরে করার পরিকল্পনা করা হচ্ছে। এ...
ভুল হলে শিক্ষা নিয়ে এগোতে চাই: মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন এবং এ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ভুল হলে তা থেকে শিক্ষাগ্রহণ করে আমরা এগোতে চাই। তিনি বলেন, জবি থেকে জুলাই গণ-অভ্যুত্থানে দুজন শিক্ষার্থী ভাই শহীদ হয়েছেন এবং অনেক ভাই-বোন আহত হয়েছেন। জবির ভাইবোনদের বলবো, আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্যই আমি গিয়েছিলাম। জুলাই আমাদের মধ্যে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের আত্মিক বন্ধন তৈরি করেছে। আশা করি, এ বন্ধন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য ছিন্ন হবে না। আপনাদের যেকোনো প্রয়োজনে, ঝুঁকিপূর্ণ হলেও আপনারা আমাকে সঙ্গে পাবেন। বৃহস্পতিবার (১৫ মে) রাতে ৯টার পর তথ্য উপদেষ্টার ফেসবুক পেজে দীর্ঘ পোস্টে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলোর ন্যায্যতা বিচার করবেন শিক্ষা ও অর্থ...
জাতীয় ঐক্য ভেঙে ফেলার মাস্টারমাইন্ড মাহফুজ আলম: রাশেদ খান
অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নির্দেশেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। একই সঙ্গে মাহফুজ আলমকে জাতীয় ঐক্য ভেঙে ফেলার মাস্টারমাইন্ড বলে অ্যাখ্যা দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৫ মে) এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খান। ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, মাহফুজের আলমের ওপর বোতল নিক্ষেপ আমি সমর্থন করি না। সকালে প্রতিবাদও জানিয়েছি। কিন্তু তার অডিও ফাঁস হওয়া বক্তব্য নিশ্চয়ই শুনেছেন, সে কোন মানসিকতার লোক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলা হয়েছে, অসংখ্য নারী শিক্ষার্থী পুলিশের হামলার শিকার হয়েছেন। অসংখ্য শিক্ষার্থীর শরীর দিয়ে রক্ত ঝরেছে। মাহফুজ আলমদের নির্দেশেই এসব হামলা ও রক্ত ঝরানোর ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, আপনাদের কাছে এই বোতল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর