একটি সেতুর দাবি ঝুলে আছে প্রায় ৬৫ বছর। কিন্তু তবুও পূরণ হয়নি সে দাবি। অদৃশ্য কারণে বাস্তবায়ন হয়নি দুই উপজেলার প্রায় লাখো পরিবারের স্বপ্ন। বলছি রাঙামাটি কাপ্তাই উপজেলার সাথে রাজস্থলী উপজেলার কর্ণফুলী নদীর উপর একটি সংযোগ সেতুর কথা। একটি মাত্র ফেরি রয়েছে দুউপজেলার সাথে সংযোগ স্থাপনের তাও বন্ধ থাকে নানা কারণে। গত ১৩ মে ফেরি ঘাটে ড্রেজিং কার্যক্রম শুরু করার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল প্রায় টানা ৫ দিন। আজ রোববার (১৮ মে) ভোর ৬টায় খুলে দেওয়া হয় ফেরি ঘাট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৬০ সালে রাঙামাটি কাপ্তাই উপজেলায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের বাধ নির্মাণের পর বিভক্ত হয়ে যায় রাজস্থলী উপজেলা। বাধের কারণে কাপ্তাই উপজেলা সাথে রাজস্থলী উপজেলার সড়ক তলিয়ে যায় কর্ণফুলী নদীতে। সে থেকে ফেরির ওপর নির্ভর হয়ে পড়ে রাঙামাটির কাপ্তাই ও রাজস্থলী উপজেলাবাসি। ফেরি...
দীর্ঘ ৬৫ বছর ঝুলে আছে একটি সেতুর দাবি
অদৃশ্য কারণে বাস্তবায়ন হয়নি দুই উপজেলার প্রায় লাখো পরিবারের স্বপ্ন
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

বিএসসি নার্সদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ
রাজশাহী প্রতিনিধি

বিএসসি নার্সদের ওপর সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের সহিংস আক্রমণ ও শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় রাজশাহী নার্সিং কলেজে বিএসসি নার্সিংয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। এসময় শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারি সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। news24bd.tv/TR
তুলার গুদামের উপর পড়লো বজ্রাঘাত, মুহূর্তেই সব শেষ
অনলাইন ডেস্ক

ফরিদপুরে বজ্রাঘাত থেকে সৃষ্টি হওয়া আগুনে একটি তুলার গুদাম পুড়ে গেছে। গতকাল শনিবার (১৭ মে) দিবাগত রাত ৯টার দিকে কানাইপুর বাজারে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, এদিন রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত হয়। তখন কানাইপুর বাজার এলাকার আমির হোসেনের তুলার গুদামের পাশে একটি খেজুর গাছে আগুন ধরে যায়। পরে গাছের একটি অংশ গুদামের চালের ওপর পড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে গুদামের ভেতরের তুলা আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাদের পৌঁছানোর আগেই তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়। স্থানীয় ব্যবসায়ী দীপংকর ঘোষ বলেন, ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত হলে একটি খেজুর গাছে আগুন ধরে যায়। পরে গাছের একটি অংশ গুদামের চালের ওপর পড়ে এবং আগুন ধরে যায়। ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, রাত ৯টা ৫১ মিনিটে আমরা...
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি স্বাভাবিক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশের পণ্য আমদানিতে ভারত নিষেধাজ্ঞা দিলেও সরকারিভাবে কোনো চিঠি না আসায় দেশের দ্বিতীয় স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরে দিয়ে স্বাভাবিকভাবে ভারতে পণ্য রপ্তানি করছেন ব্যবসায়ীরা। আজ রোববার (১৮ মে) সকাল ১১টার সময় ফোনে বিষয় নিশ্চিত করেন পামানা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশ থেকে পোশাকসহ ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের চিঠি আসেনি। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আগের মতো স্বাভাবিকভাবে পণ্য রপ্তানি হচ্ছে। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে হাফ প্যান্ট, গেঞ্জি, প্লাস্টিক পণ্য জুস ও পাট জাত পণ্য রপ্তানি হয়ে থাকে। এদিকে সোনামসজিদ শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তাকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর