চলতি মাসের প্রথম ১৭ দিনে দেশে এসেছে ১৬১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ১৯ হাজার ৬৪২ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি মাসের প্রথম ১৭ দিনে দেশে এসেছে ১৬১ কোটি ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৫ কোটি ৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, মে মাসের ১১ থেকে ১৭ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৭০ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স। ৪ থেকে...
চলতি মাসের ১৭ দিনে প্রবাসী আয় এলো ১৬১ কোটি ডলার

স্থলপথে ভারতের পণ্য নেওয়া বন্ধে আনুষ্ঠানিকভাবে অবগত নয় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের কোনো পণ্য স্থলপথে ভারতে যেতে পারবে না ভারত সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ রোববার (১৮ মে) বাংলাদেশের কোনো পণ্য স্থলপথে ভারতে যেতে পারবে না, ভারত সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, তবে যে সিদ্ধান্তের কথা ভারতীয় ওয়েবসাইটে বলা হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হলে দুই দেশ মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে ভারত তাদের কয়েকটি স্থলবন্দর বন্ধের ঘোষণা দেওয়ায় দুই দেশের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবে। তবে কী কী পণ্য এসব স্থলবন্দর দিয়ে যাতায়াত নিষিদ্ধ হলো তা আনুষ্ঠানিক এবং বিস্তারিত জানার পর ব্যবস্থা নেবে বাংলাদেশ।...
নামে-বেনামে টাকা লোপাট, রাক্ষুসে ব্যাংক পরিচালকরা অধরা
অনলাইন ডেস্ক

লুট আড়াই লাখ কোটি টাকা কেলেঙ্কারির হোতা শতাধিক পরিচালক আট বছরে পরিচালকদের ঋণ বেড়েছে ১৬০ শতাংশ ১৬টি ব্যাংক পরিচালকদের দিয়েছে ৫ হাজার কোটির বেশি টাকা পরিচালকদের রেকর্ড ২৭ হাজার কোটি টাকা দিয়ে শীর্ষে ইসলামী ব্যাংক ব্যাংকের টাকা সাধারণ গ্রাহকের। আর তা রক্ষক হয়ে ভক্ষক-এর মতো নির্বিচারে লুটপাট করেছেন মালিকরা। পরিচালকের তকমা লাগিয়ে এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকের টাকা মেরে দিয়েছেন যোগসাজশ করে। নামে-বেনামে, ভুয়া নথিপত্র আর জাল দলিলে রীতিমতো হাওয়া করে দিয়েছেন শতকোটি নয়, হাজার কোটি নয়; প্রায় আড়াই লাখ কোটি টাকা। বিশ্বের ব্যাংকিং জগতের এমন বিরল টাকা লোপাটের ঘটনা বাংলাদেশে ঘটেছে সব নিয়ন্ত্রক সংস্থার চোখে ধুলা দিয়ে। সবাইকে ম্যানেজ করার দাওয়াই দিয়ে ওরাই আবার এখনো নিজ নিজ অবস্থানে বহাল তবিয়তে। ব্যাংকগুলো সংকটে, গ্রাহকরা টাকার জন্য পথে পথে, সৎ...
আইএমএফের ঋণের ফাঁদে পড়া যাবে না
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী ডলারের দাম বাজারভিত্তিক করায় আমরা আশা করি টাকার মূল্য হারাব না। তবে মাফিয়াচক্র যেন ডলার মজুদ করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। এর আগে দেশে মাফিয়া ইকোনমির শাসন ছিল। এখন আশা করি তার অবসান হয়েছে। চোখের সামনে সবচেয়ে ভালো ব্যাংক ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংক লুণ্ঠিত হয়েছে। চোর-ডাকাতরা বৈদেশিক মুদ্রায় এসব ব্যাংকের আমানতকারীদের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন, যা নিয়ে বাংলাদেশ ব্যাংকসহ গোটা জাতি বেকায়দায় আছে। তবে পাচার করা অর্থ ফেরত আনা চ্যালেঞ্জিং। গতকাল শনিবার এফডিসিতে আইএমএফের ঋণ ছাড় ও উন্নয়ন সহযোগীদের আস্থা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর