চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (১৮ মে) দুপুরে তিনি ঢাকা বিমানবন্দর ত্যাগ করেন। তার স্ত্রী আফরোজা আব্বাস এবং ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল সফরসঙ্গী হিসেবে আছেন। তিনি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিবেন। সেখানে তিনি ডায়াবেটিস, অর্থপেডিক, নিউরোলজির বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন এবং শারীরিক পরীক্ষা করাবেন। জানা গেছে, মির্জা আব্বাস আগামী ২৫ মে দেশে ফিরবেন। news24bd.tv/NS
চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক

নতুন কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লো ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছেড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এরপর রাজধানীর গুরুত্বপূর্ণ ওই মোড় দিয়ে যান চলাচল শুরু হয়েছে। শাহবাগে অবস্থানকালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারে এখনো আশ্বাস দিতে পারছে না প্রশাসন। ছাত্রদলের নেতাকর্মীর প্রতি বর্তমান সরকার ন্যূনতম সহানুভূতি দেখাচ্ছে না বলে দাবি করেন রাকিব। রোববার (১৮ মে) বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ অবরোধ করেন। শাহবাগ অবরোধ করে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিসসহ নানা স্লোগান দেন। এর আগে দুপুর ১২টার দিকে শাহরিয়ার হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা মিছিল...
এবার শিবির সভাপতিকে নিয়ে অপপ্রচার
অনলাইন ডেস্ক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯৭১ এর প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি আমরা, এখন ২০১৩ এর প্রতিশোধের পালা: শিবির সভাপতিএই শিরোনামে সমকাল পত্রিকার ডিজাইনের আদলে একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়াতে দেখা গেছে। বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় রোববার রিউমর স্ক্যানার টিম অনুসন্ধান চালিয়ে নিশ্চিত করেছেফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। তদন্তে দেখা গেছে, সমকাল পত্রিকা এমন কোনো শিরোনাম বা খবর প্রকাশ করেনি। ফটোকার্ডটিতে সমকালের লোগো ও ১৬ মে ২০২৫ তারিখ উল্লেখ থাকলেও, সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজ, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্ট ও ডিজাইনেও মূল সমকালের ফরম্যাটের সঙ্গে অমিল রয়েছে, যা এটি ডিজিটালভাবে সম্পাদিত ও ভুয়া হওয়ার প্রমাণ। বিশ্লেষণে আরও দেখা গেছে, ছাত্রশিবিরের বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম...
সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন অলি আহমদ
নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। আজ রোববার (১৮ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক জানান, আজকে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এলডিপি সভাপতি। news24bd.tv/SHS
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর