হত্যা মামলার এক আসামি রোববার দুপুরে যশোর জেলা ও দায়রা জজ আদালত থেকে সিনেমার মতো কায়দায় পালিয়ে গেছে। এজলাসে শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় হ্যান্ডকাফ থেকে হাত গলিয়ে কৌশলে পালিয়ে যায় আসামি জুয়েল খান (৩৫)। ২০২১ সাল থেকে কারাবন্দী এই আসামিকে ধরতে স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। পলাতক জুয়েল খান মাগুরা জেলার শালিখা উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা। ২০২১ সালের ১১ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামে এক ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ইজিবাইক চালক আল আমিন খুন হন। সেই মামলায় গ্রেপ্তার হন জুয়েল। রোববার আল আমিন হত্যা মামলার যুক্তিতর্ক শুনানির দিন ছিল। এ উপলক্ষে জুয়েলকে কারাগার থেকে আদালতে আনা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জয়ন্তী রাণী দাস শুনানি শেষ করেন। পরে আদালতের পুলিশ সদস্য কনস্টেবল সোনালী খাতুনের পাহারায় তাকে হাজতখানায়...
পুলিশকে বোকা বানিয়ে পালালো হত্যা মামলার আসামি, হেফাজতে স্ত্রী

লোটো বাংলাদেশের অত্যাধুনিক কারখানার যাত্রা শুরু
গাজিপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় মহাসমারোহে এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড (লোটো বাংলাদেশ)-এর নতুন অত্যাধুনিক কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনা অনুষ্ঠান উদযাপিত হয়েছে।রোববার সকালে কাপাসিয়ার কপালেশ্বর এলাকায় ফিতা কেটে কারখানার ভিত্তি প্রস্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম। এই কারখানায় থাকছে অত্যাধুনিক মেশিন, নারী ক্ষমতায়ন, পরিবেশ বান্ধব ও সাসটেইনেবল অবকাঠামো এবং শ্রমিকবান্ধব কর্মপরিবেশসহ প্রশিক্ষণ কেন্দ্র, যা দক্ষ জনবল গড়ে তুলবে বলে আশা কারখানা কর্তৃপক্ষের। লোটো বাংলাদেশ এরব্যবস্থাপনা পরিচালককাজী জামিল ইসলাম বলেন, নতুন কারখানার মাধ্যমে এলাকায় সহস্রাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রপ্তানির পথ সুগম হবে যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া নতুন কারখানাটি...
চট্টগ্রামে অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, ওসিসহ আহত একাধিক
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর অতর্কিতভাবে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। শনিবার (১৭ মে) মধ্যরাতে উপজেলার শিকলবাহা কলেজ বাজারের জামাল পাড়ায় এ ঘটনা ঘটে। হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ (৫০) ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান (৩৫)। এ ছাড়া পুলিশের আরও কয়েকজন সদস্য আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ বাজার এলাকায় একদল দুর্বৃত্ত রাতে জমি দখলের চেষ্টা চালায়। ওই সময় একই পথে পুলিশের একটি দল বিশেষ অভিযানে যাচ্ছিল। তখন দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিতভাবে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ইনচার্জ মিজানুর রহমান বুকে আঘাত পান এবং ওসি শরীফসহ আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।...
বিএসসি নার্সদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ
রাজশাহী প্রতিনিধি

বিএসসি নার্সদের ওপর সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের সহিংস আক্রমণ ও শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় রাজশাহী নার্সিং কলেজে বিএসসি নার্সিংয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। এসময় শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারি সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। news24bd.tv/TR
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর