বাংলাদেশের পণ্য আমদানিতে ভারত নিষেধাজ্ঞা দিলেও সরকারিভাবে কোনো চিঠি না আসায় দেশের দ্বিতীয় স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরে দিয়ে স্বাভাবিকভাবে ভারতে পণ্য রপ্তানি করছেন ব্যবসায়ীরা। আজ রোববার (১৮ মে) সকাল ১১টার সময় ফোনে বিষয় নিশ্চিত করেন পামানা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশ থেকে পোশাকসহ ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের চিঠি আসেনি। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আগের মতো স্বাভাবিকভাবে পণ্য রপ্তানি হচ্ছে। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে হাফ প্যান্ট, গেঞ্জি, প্লাস্টিক পণ্য জুস ও পাট জাত পণ্য রপ্তানি হয়ে থাকে। এদিকে সোনামসজিদ শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তাকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।...
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি স্বাভাবিক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সাজেকে ফায়ার স্টেশন চালু, অগ্নি নিরাপত্তায় বড় পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সাজেকে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সরকার দ্রুত পদক্ষেপ নেয় এবং মাত্র তিন মাসের মধ্যে স্যাটেলাইট ফায়ার স্টেশনটি চালু করা সম্ভব হয়। গত ১২ মে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জনবল সংযুক্ত করে অফিস আদেশ জারি করে এবং ১৪ মে থেকে স্টেশনটি অপারেশনাল কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সাজেকের ২৭ বিজিবির সহযোগিতায় নির্মিত অস্থায়ী ভবনে ফায়ার স্টেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে ২টি ইউনিটসহ মোট ৮ জন ফায়ারকর্মী নিয়োজিত রয়েছেন। সাজেক ও এর আশপাশের এলাকায় এখন থেকে যেকোনো অগ্নিকাণ্ড বা...
মাত্র ৩০ মিনিটেই তছনছ গোটা অঞ্চল, কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
অনলাইন ডেস্ক

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা মেহেরপুর। মাত্র ৩০ মিনিটের তাণ্ডবে এই জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় দোকান ও ঘরের চাল ভেঙে অন্তত ১০ জন আহত হন। গতকাল শনিবার (১৭ মে) হঠাৎ করে বিকাল থেকে মেহেরপুরের আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় কাল বৈশাখী ঝড় কালবৈশাখীর তাণ্ডব। ৩০ মিনিট ধরে থেমে থেমে চলে কালবৈশাখীর তাণ্ডব। এ সময় বজ্রপাত ও মুষলধারে বৃষ্টিপাত হতে থাকে। ঝড়ের কারণে বিভিন্ন গাছপালা, টিনের বসত ঘর, দোকানসহ নানা স্থাপনা লন্ডভন্ড হয়ে যায়। আবার মধু মাস চলায় আম ও লিচুর বাগানগুলোও ক্ষতিগ্রস্ত হয়। বেশিরভাগ টিন ও মাটির ঘরবাড়িসহ দোকান ভেঙে পড়ে। অনেকের টিনের ছাউনি উড়ে যায়। শহরের বিভিন্ন সড়কে গাছ উপড়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গাছের ডালপালা ভেঙ্গে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে...
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি

ছাত্র-জনতার সরকার পতন আন্দোলনে ছাত্রদলকর্মী হত্যার অভিযোগে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) দুপুরে সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি নিজ মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা জানান, শহরের একডালা মহল্লার ছাত্রদলকর্মী সুমন সেখ হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে শেখ খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন আওয়ামী লীগ ও ছাত্র-জনতার সংঘর্ষ চলাকালে ছাত্রদলকর্মী সুমন সেখের মৃত্যু হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত