বিশেষ অনুমতি (লামনা) ছাড়াই কুয়েতে বাংলাদেশিদের ভিসা পাওয়া এখন সহজ হচ্ছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। রাষ্ট্রদূত জানান, গত এক সপ্তাহ ধরে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও বাংলাদেশিরা লামনা/বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা পাচ্ছেন। তবে এ বিষয়ে ভিসা সংক্রান্ত প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মনিরুজ্জামান, কুয়েত প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য বিশিষ্টজনেরা। রাষ্ট্রদূত বলেন, যেসব ভিসা আমরা সত্যায়িত করি, সেসব ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে দূতাবাসের চুক্তি থাকে। আমরা নিশ্চিত করি যে, বাংলাদেশি কর্মীরা কুয়েতে আসার পর তাদের বেতন, থাকা, চিকিৎসা...
সহজ শর্তে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে কুয়েত
অনলাইন ডেস্ক

‘দুর্নীতিকে যতটা কমিয়ে আনা যায়, বৈষম্য ততটা কমবে’
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেছেন, একটা বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে দুর্নীতি বৈষম্যের সৃষ্টি করে। কাজেই দুর্নীতিকে যতটা কমিয়ে আনা যায়, বৈষম্য ততটা কমবে। আজ রোববার (১৮ মে) সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ভবনে দুদকের আয়োজনে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সততা ও মূল্যবোধ বজার রাখার লক্ষ্যে এক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই সমাজে মিথ্যাচার দিয়ে অনেক কিছু শুরু হয় তারপর আস্তে আস্তে তা দুর্নীতিতে যায়। এসব বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, সমাজে দুর্নীতি যত কমে আসবে তত আমাদের প্রয়োজন কমে আসবে। আমাদের জনবল যত বাড়বে ততই আপনাদেরকে কাছ থেকে কর নেয়ার পরিমাণ বাড়বে। দুর্নীতি কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা বিশাল একটা পরিবর্তনের মধ্য দিয়ে এ জায়গায় এসেছি। এটিকে কাজে লাগাতে হবে।...
দুর্নীতিবাজ আওয়ামীদের তালিকা করছে সিআইডি
অনলাইন ডেস্ক

পতিত স্বৈরাচার শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দুর্নীতিবাজ নেতাদের তালিকা করছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের সুবিধাভোগী এবং আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া নেতাদের বিষয়ে সারা দেশ থেকে গোয়েন্দা প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক কারবার, তদবির বাণিজ্য, পদ বাণিজ্যের মাধ্যমে যারা বিপুল সম্পদের মালিক হয়েছেন, তাদের তালিকা তৈরির কাজ অনেক দূর এগিয়েছে বলে সিআইডি সূত্রে জানা গেছে। সূত্র জানায়, দুর্নীতির মাধ্যমে অর্থবিত্ত গড়ে তোলা এসব নেতার নামে মামলা করা হবে। যথাযথ প্রক্রিয়া অনুযায়ী আদালতের মাধ্যমে স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দ করা হবে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারে...
ভারী বৃষ্টিপাতের বিষয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

রংপুর, ময়মংসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা তিনদিন এ তিন বিভাগের ভারী বৃষ্টিপাত হতে পারেও বলেও পূর্বাভাসে জানিয়েছে অধিদপ্তর। আজ রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। প্রথমদিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মংসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর