রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট এলাকায় ঝটিকা মিছিল শেষে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগের নড়াইল জেলা সভাপতি নাইম ভুঁইয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। নাইম ভুঁইয়া নড়াইলে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে প্রত্যক্ষ হামলাকারী এবং আন্দোলনে হামলার একাধিক মামলার এজাহারনামীয় আসামি। রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মিছিল শেষে তাকে গ্রেপ্তার করে পল্টন মডেল থানা পুলিশ। এই বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার সেকেন্ড অফিসার মোমিনুর রহমান। জানা যায়, গ্রেপ্তার নাইম ভুঁইয়া নড়াইল পৌরসভার ভওয়াখালীর জাফর ভুঁইয়ার ছেলে। পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, বিকেলে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট এলাকায় মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পল্টন মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা। মিছিলের ঘটনায়...
নিষিদ্ধ ছাত্রলীগের নড়াইল জেলা সভাপতি ঢাকায় গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

কুড়িল, পূর্বাচল ও টঙ্গী শিল্প এলাকা পরিদর্শন রাজউক চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন কুড়িল, পূর্বাচল পানি সরবরাহ প্রকল্প ও টঙ্গী শিল্প এলাকা পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে তিনি এই ৩ এলাকা পরিদর্শন করেন। জানা যায়, কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয় পার্শ্বে (কুড়িল হতে বালু নদী পর্যন্ত) ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন শীর্ষক (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় কুড়িল এলাকার তীব্র যানজট নিরসনে কুড়িল-পূর্বাচল লিংক রোডের কুড়াতলী এলাকায় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিম্নভাগে এবং কুড়িল পূর্বাচল লিংক রোড ও প্রগতি সরণী সংযোগস্থলে ২ (দুই) লেনের রাস্তা নির্মাণের যৌক্তিকতা নিরূপণ ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের প্রকল্পের আওতায় নির্মাণাধীন প্লাজা-৩ এর বাউন্ডারি ওয়াল অপসারণের যৌক্তিকতা যাচাইয়ে তিনি এ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রগতি সরণি-কুড়িল...
২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে মিরপুর বস্তির আগুন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১৩ নম্বরেরশ্যামল পল্লি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় ১ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। রোববার (১৮ মে) রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। এর আগে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুনের খবর আসে। সে সময় বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, রাজধানীর মিরপুর-১৩ নম্বরে শ্যামল পল্লি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আমরা সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুনের সংবাদ পাই। পরে ৮টা ১০ মিনিট নাগাদ আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে মিরপুর ফায়ার স্টেশনের ৩টি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি ও পল্লবী ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে...
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলো: আকাশ (২৩), কাশেম (২৫), রাব্বি (২২), সজিব (২৬), মাহাবুল (২২), সিয়াম (১৯), শাহরিয়া (২০), শাহাদাত (১৯), আলম (২২), তুহিন (২০), আকাশ (১৮), সুজন (১৯), এমদাদুল (২৭), সাব্বির (১৯) ও ফরহাদ (১৯)। তিনি জানান, গত শনিবার (১৭ মে) বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর