এমবাপ্পে ও বেলিংহ্যামের গোলে ৯ জনের সেভিয়াকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (১৮ মে) সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখলো কার্লো আনচেলত্তির দল। প্রথম হাফ ও দ্বিতীয়ার্ধের শুরুতেই সেভিয়ার বাদে ও ইসাক রোমেরো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, তবুও রিয়ালকে থামিয়ে রাখে অনেকটা সময়। তবে শেষ পর্যন্ত লা লিগার শীর্ষ গোলদাতা এমবাপ্পে ১৫ মিনিট বাকি থাকতে তার ২৯তম লিগ গোল করে গোলশূন্য অচলাবস্থা ভাঙেন। বক্সের বাইরে কিছুটা জায়গা পেয়ে নিচু শটে সেভিয়া গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। এরপর বদলি খেলোয়াড় গনজালো গার্সিয়ার ক্রসে হেডে গোল করে ব্যবধান বাড়ান ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম। লা লিগা শিরোপা ধরে রাখার ক্ষীণ সম্ভাবনা বৃহস্পতিবারই শেষ হয়ে যায় যখন বার্সেলোনা এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে তাদের ২৮তম লিগ শিরোপা...
৯ জনের সেভিয়াকে হারালো রিয়াল
অনলাইন ডেস্ক

ইংল্যান্ডে সাব্বিরের তাণ্ডব, করলেন অপরাজিত ১৫২

ইংল্যান্ডে থেমস ভ্যালি ক্রিকেট লিগের ডিভিশন ওয়ানে ঝলক দেখালেন বাংলাদেশের সাব্বির রহমান। উক্সব্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন ৯৬ বলে ১৫২ রানের অপরাজিত ইনিংস, দলকে এনে দিয়েছেন ১৩১ রানের দাপুটে জয়। আমেরশাম ক্রিকেট ক্লাবের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করে উক্সব্রিজ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন সাব্বির। ১২টি চার ও ৯টি বিশাল ছক্কায় সাজানো এই টাইগার ব্যাটারের ইনিংসে ভর করে উক্সব্রিজ তোলে ৩৪৮ রানের বিশাল সংগ্রহ। সাব্বিরের সঙ্গে ওপেনার আমান কাদ্রিও সেঞ্চুরি করেছেন। জবাবে ব্যাট করতে নেমে আমেরশাম পুরোপুরি ব্যর্থ হয় উক্সব্রিজের বোলিং আক্রমণের সামনে। শেষ পর্যন্ত ২১৭ রানেই গুটিয়ে যায় তারা। ম্যাচশেষে নিজের ফেসবুক পেইজে স্কোরকার্ড শেয়ার করে সাব্বির লেখেন, আলহামদুলিল্লাহ। একটি ভালো পারফরম্যান্স সব সময়ই ভালো; সেটা যেখানেই হোক না কেন।...
আইপিএলে দিল্লির স্কোয়াডে যোগ দিয়েছেন মোস্তাফিজ
অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ খেলার পরই ভারতের বিমান ধরেছেন মোস্তাফিজুর রহমান। ইতোমধ্যেই ভারতে পৌঁছে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন তিনি। আজ রোববর (১৮ মে) আইপিএলে দুটি ম্যাচ। রাতের ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। দিল্লির ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে মোস্তাফিজের খেলার সম্ভাবনা আছে। বিরতির আগে দিল্লির একাদশে নিয়মিত ছিলেন মিচেল স্টার্ক। তবে এই অজি পেসার বিরতির পর আর ভারতে ফিরেননি। তাই পেস ইউনিটে ঘাটতি তৈরি হয়েছে। মোস্তাফিজের অন্তর্ভুক্তি সেই ঘাটতি পূরণ করতে পারে। এ ছাড়া মুস্তাফিজও স্টার্কের মতোই বাঁহাতি পেসার। তাই ফিজই হতে পারেন স্টার্কের সেরা বিকল্প। তবে মোস্তাফিজের একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে এক্স ফেক্টর হতে পারে তার ভ্রমণ ক্লান্তি।...
গঠনতন্ত্র অনুযায়ী চলছে না বিসিবি, কার্যক্রমে অস্বাভাবিকতা পেয়েছে দুদক
অনলাইন ডেস্ক

দ্বিতীয় দফায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুর ১টায় এই অভিযান শুরু হয়। তৃতীয় বিভাগ বাছাইয়ে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি চলছে না, এ প্রসঙ্গে অস্বাভাবিকতার প্রমাণ পেয়েছে তারা। বিসিবির গঠনতন্ত্র নিয়ে সমালোচনা আর নানা অভিযোগ আছে বেশ কয়েক বছর ধরেই। ২০২৪ সালে গঠনতন্ত্রে নতুন পরিবর্তন এনে আরও বিতর্কিত করে তোলেন নাজমুল হাসান পাপন-ইসমাইল হায়দার মল্লিকরা। গঠনতন্ত্র নিয়ে অভিযোগের ব্যাপারে দুদক কর্মকর্তা রাজু আহমেদ বলেন, বিসিবি যে গঠিত হয়েছে এটা গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হচ্ছে। গঠনতন্ত্রটা কতটুকু বৈধ, কতটুকু সিদ্ধ সেই ব্যাপারটাও আমরা আজকে পর্যালোচনা করেছি। আমাদের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর