কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজিবি সেক্টরের সামনে মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে ২ মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুজন। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৫) এবং একই এলাকার বাবলু হোসেনের ছেলে তুষার (৪২)। আহতরা হলেন-প্রশান্ত ও পরিমল। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, কুষ্টিয়া বিজিবি সেক্টরের সামনে থেকে ১০০ গজ পূর্বে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় আহত হন দুই মোটরসাইকেলের চার আরোহী। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত...
কুষ্টিয়ায় ২ মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফজলুর রহমান ওই গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে মাঠ থেকে ঘাস কেটে বাড়িতে ফেরেন ফজলুর রহমান। এরপর বিশ্রামের উদ্দেশ্যে বাড়ির সেচ পাম্প ঘরে যান। পাম্প ঘরের দেওয়ালে হেলান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি চিকিৎসক ডা. শাহনেওয়াজ হোসেন জানান, দুপুর ২টার দিকে ফজলুর রহমানের স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষায় দেখা যায়, তিনি আগেই মৃত্যুবরণ করেছেন। মরদেহে কাঁধের নিচে...
ভাবিকে ধর্ষণের দায়ে দুই দেবরের যাবজ্জীবন
অনলাইন ডেস্ক

বরিশালে গৃহবধূকে ধর্ষণ ও জখমের অপরাধে তার চাচাতো দুই দেবরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা সরুপ আলি গাজীর ছেলে সোহাগ গাজী (৩৩) ও একই বাড়ির মৃত সোহরাব গাজীর ছেলে স্বপন গাজী (৩৫)। রায় ঘোষণার সময় স্বপন গাজী পলাতক ছিলেন। মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, ২০১২ সালের ১০ সেপ্টেম্বর রাতে গৃহবধূ সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে সোহাগ ও স্বপন গাজী সেই ঘরের জানালা খুলে প্রবেশ করেন। পরে খাটের সাথে হাত, পা বেঁধে ও মুখে শাগির আঁচল গুঁজে দিয়ে গৃহবধূকে ধর্ষণ করে তারা। এরপর...
ধান কেটে মজুরি না পেয়ে বিচার নিয়ে থানায় গেল ওরা
অনলাইন ডেস্ক

বগুড়ার শেরপুর উপজেলায় ধান কেটে মজুরি না পাওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন পাঁচ দিনমজুর। আজ মঙ্গলবার (২০ মে) থানায় হাজির হয়ে অভিযোগ করেন তারা। অভিযোগকারী শ্রমিকরা হলেন- উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আব্দুল হান্নান, মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের মৃত মনসুর মণ্ডলের ছেলে হাফিজুর রহমান, একই গ্রামের মৃত সাহেব আলী প্রামাণিকের ছেলে আশরাফ আলী, মোহাম্মদ বেলাল হোসেনের ছেলে রিপন এবং আবির হোসেন আকন্দের ছেলে হুমায়ুন কবির। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৯ মে) সকালে প্রতিদিনের মতো কাস্তে ও বাঁশের তৈরি বাঙ কাঁধে নিয়ে শেরপুর শহরের রণবীবালা ঘাটপাড় সংলগ্ন শ্রমিক হাটে কাজের সন্ধানে যান শ্রমিকরা। সেখান থেকে মির্জাপুরের রাজেক আলীর ছেলে আব্দুল কুদ্দুস পাঁচজনকে প্রতিজন ৭০০ টাকা মজুরি দেওয়ার শর্তে দেড় বিঘা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর