ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে (৩১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। এর আগে বেলা আড়াইটার দিকে নোবেলকে সিএমএম আদালতে আনা হয়। বেলা তিনটার দিকে তাকে আদালতকক্ষে তোলা হয়। নোবেলের পক্ষে তার আইনজীবী জসিম উদ্দিন জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, মামলার ঘটনা গত বছরের ১২ নভেম্বর। আর বাদী আসামির স্ত্রী। গতকাল রাত পর্যন্ত তারা একই বাসায় ছিলেন। ভুল বোঝাবুঝিতে মামলা করেছে। মীমাংসার জন্য নোবেলকে থানায় ডেকে নেওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। আসামির বিরুদ্ধে ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগ নেই। মেয়ে লিগ্যালি তার ওয়াইফ, ৪ মাসের প্রেগন্যান্ট। নোবেল তার সাথে সংসার করতে চায়। আমরা যেকোনো শর্তে আপস করতে ইচ্ছুক। এ সময়...
অভিযোগকারী নোবেলের স্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইনজীবী
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দর পরিচালনা বিদেশিদের হাতে না দিতে হাইকোর্টে রিট
অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে না দেওয়ার দাবি জানিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দাখিল করা হয়। এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আগামী রোববার (২৫ মে)। রিটে চিটাগং পোর্ট অথরিটি (সিপিএ) সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে প্রশ্ন তোলা হয়েছে, নির্মাণের ১৭ বছর পর একটি সফলভাবে পরিচালিত টার্মিনালকে কেন বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে হবে? রিটে আরও বলা হয়, নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) বার্ষিক প্রায় ১০ লাখ কনটেইনার ওঠানো-নামানোর সক্ষমতা থাকলেও, দেশীয় অপারেটর গত বছর প্রায় ১২ লাখ ৮১ হাজার কনটেইনার পরিচালনা করেছেযা এই সক্ষমতার চেয়ে বেশি। সেক্ষেত্রে এত সফল একটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়।...
ইশরাককে শপথ না পড়াতে করা রিটের শুনানি চলছে
নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুর ১টা ৫ মিনিটে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়। রিটটি দায়ের করেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মো. মামুনুর রশিদ। শুনানিতে তার পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন এবং কাজী আকবর আলী। অন্যদিকে, ইশরাক হোসেনের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও একেএম এহসানুর রহমান। রিটে দাবি করা হয়, নির্বাচন কমিশনের ২৭ এপ্রিলের গেজেট এবং ২৭ মার্চের ট্রাইব্যুনালের রায় অবৈধ ঘোষণা করা হোক এবং ইশরাকের শপথ গ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হোক। এছাড়া, নির্বাচন ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক...
ট্রায়ালের যেকোনো পর্ব অনুমতিক্রমে প্রচারিত হতে পারবে: তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য কোর্টরুমে ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ মঙ্গলবার (২০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি বলেন, ট্রায়ালের যেকোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে প্রচারিত হতে পারবে। news24bd.tv/SHS
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর