বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে তারা সেখানে অবস্থান নেন, ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এ সময় তারা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, উই ওয়ান্ট জাস্টিস, সাম্য হত্যার বিচার চাই ইত্যাদি স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। উল্লেখ্য, ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই...
সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ছাত্রদলের
নিজস্ব প্রতিবেদক

দেশকে অস্থিতিশীল করতে সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটেছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক

দেশকে অস্থিতিশীল করতে সরকারের মধ্যে অনুপ্রবেশকারীরা ঢুকেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন থেকে জনগণকে দূরে রাখতে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (২০ মে) গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপির যৌথ সভা শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ ষড়যন্ত্রের কালো ছায়ায় আচ্ছন্ন বলেও মন্তব্য তার। মির্জা ফখরুল বলেন, সরকারে অনুপ্রবেশ ঘটেছে। এমতাবস্থায় বিএনপিকে সতর্ক থাকতে হবে। এছাড়াও, সীমান্তের ওপার থেকে যে ষড়যন্ত্র চলছেসে ব্যাপারেও সজাগ থাকতে আহ্বান জানান বিএনপি মহাসচিব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ২৭ ও ২৮ মে ঢাকায় হবে তারুণ্যের সমাবেশ। ২৯ মে বিকেল ৩টায়...
‘উপদেষ্টা আসিফ বয়সে অনেক ছোট, কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে’
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সে (উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) আমাদের বয়সে অনেক অনেক ছোট। হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এ জন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) খিলক্ষেতে জুলাই গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রিজভী বলেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেয়া হচ্ছে না। চট্টগ্রামে ডা. শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করলো? তিনি আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনো বিচারের মুখোমুখি করা হয়নি। কাজের চাইতে অকাজ বেশি করছে অন্তর্বর্তী সরকার। news24bd.tv/SHS
আহত রাকিবুলের খোঁজ নিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে আমরা বিএনপি পরিবার। আজ মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানী ঢাকার খিলক্ষেতের তেতুলতলা এলাকায় এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আমরা বিএনপি পরিবার-এর আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন। এ সময় আহত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর