বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ব্যাচের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি) চাকরি ছেড়েছেন। মঙ্গলবার (২০ মে) প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে এতে পাঁচ কর্মকর্তার চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি। সূত্র বলছে, পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা পুলিশে চাকরি করতে চান না। তারা সরকারের অন্য একাধিক বিভাগে চাকরির সুযোগ পেয়েছেন। এ কারণে তারা পুলিশের চাকরি থেকে অব্যাহতি চেয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো। চাকরি ছাড়লেন যারা ৪১তম বিসিএসের রবিউল রায়হান, মো. সুজনুর ইসলাম সুজন, শানিরুল ইসলাম শাওন, মো. মাসুদ...
পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি
নিজস্ব প্রতিবেদক

স্থানীয় নির্বাচন ও ইসি পুনর্গঠনের দাবিতে কাল বিক্ষোভে নামছে এনসিপি
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগামীকাল বুধবার (২১ মে) বিক্ষোভে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুর্নগঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগামীকাল সকাল ১১টায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার পর স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই। বিএনপির একটি বড় রাজনৈতিক দল হিসেবে যে...
রাত ১টার মধ্যে ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
প্রেস বিজ্ঞপ্তি

রাতের মধ্যে রাজধানীসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২০ মে) রাত ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ভোলা, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। news24bd.tv/NS...
বিচার বিভাগের ভূয়সী প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি
অনলাইন ডেস্ক

বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশের প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্ব এবং মানবাধিকার সুরক্ষায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি ম্যানডিসা মায়া। মঙ্গলবার (২০ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফররত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ (২০ মে) দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি ম্যানডিসা মায়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের প্রধান বিচারপতি একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং নিজ নিজ দেশের বিচার বিভাগের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন। বৈঠকে বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর