ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত নেতাকর্মীদের ভিড়ে এ সময় দেখা দেখা যায় সাম্যের বাবা ফখরুল আলমকে। ছাত্রদল নেতাকর্মীরা এ সময় তার বাবাকে আশ্বস্ত করে জানায়, উনাকে ন্যায়বিচার পাইয়ে দেওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে। মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে তারা সেখানে অবস্থান নেন, ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এ সময় তারা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, উই ওয়ান্ট জাস্টিস, সাম্য হত্যার বিচার চাই ইত্যাদি স্লোগানে...
সাম্য হত্যার বিচার: শাহবাগে তার বাবা
অনলাইন ডেস্ক

ইশরাককে বুধবারের মধ্যে দায়িত্ব না দিলে ‘ঢাকা অচল’
নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে আগামীকাল বুধবারের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি দিয়েছেন তার সমর্থকরা। মঙ্গলবার (২০ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের নগর ভবনের সামনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, বুধবারের (২১ মে) মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা অচল করে দেওয়া হবে। এছাড়া, আগামীকাল সকাল ১০টা থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আরও পড়ুন ইশরাককে শপথ না পড়াতে করা রিটের শুনানি শেষ, আদেশ বুধবার ২০ মে, ২০২৫ সকাল ১০টা থেকে ষষ্ঠ দিনের মতো কর্মসূচি হিসেবে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান গেটের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে সেখানে গান বাজনারও আয়োজন...
রাজধানীর যেসব এলাকায় চলছে অবরোধ
নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন দাবিতে রাজধানীর কয়েকটি এলাকায় চলছে বিক্ষোভ ও অবরোধ। এর ফলে এসব এলাকার যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। সকাল থেকেই গুলিস্তানে নগর ভবন এলাকায় বিক্ষোভ করছে ইশরাকপহ্নিরা। এদিকে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রদল। মঙ্গলবার (২০ মে) সকাল থেকেই রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে আন্দোলন শুরু করেন গার্মেন্টস শ্রমিকরা। এদিন দুপুরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে অতিথি ভবন যমুনার অভিমুখে রওনা হয়েছেন তারা। পথে কাকরাইলে পুলিশ তাদের আটকে দিলে রাস্তায় বসে পড়েন তারা। তাদের অভিযোগ, সোমবার (১৯ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমরা স্মারকলিপি দিয়ে আসলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার...
নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ, চলছে কনসার্টও
নিজস্ব প্রতিবেদক
টানা ষষ্ঠ দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনের (নগর ভবন) সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির পালন করছে ইশরাক হোসেনের সমর্থক এবং আমরা ঢাকাবাসী। মঙ্গলবার (২০ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এসময় তারা দাবির বিষয়ে যুক্তি তুলে ধরে বক্তব্য দেন। আমরা ঢাকাবাসীর ব্যানারে অবস্থান নেয়া আন্দোলনকারীরা বলেন, নগরবাসী হিসাবে তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এছাড়া দুর্নীতির অভিযোগ তোলেন তারা। বিক্ষোভকারীরা বলেন, আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনের শপথের দাবি না মানলে আন্দোলন চলবে। নিরপেক্ষতা বিসর্জন দিয়ে যারা একটি দলের প্রতিনিধির কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এসময় কনসাটেরও আয়োজন করা হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর