চলতি আইপিএল থেকে রাজস্থান রয়্যালসের বিদায় নিশ্চিত হয়ে গেছে অনেক আগেই। তবে নিয়ম রক্ষার্থে তাদের আরও কয়েকটি ম্যাচ খেলতে হয়েছে। আজ মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচটি ছিল এবারের আসরে সঞ্জু স্যামসনের দলের শেষ ম্যাচ। মিশন সফল না হলেও মৌসুমের শেষটা ভালো হয়েছে রাজস্থানের। জয় দিয়েই আইপিএল যাত্রা শেষ করেছে তারা। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান। আগে ব্যাট করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই করে ৮ উইকেটে ১৮৭। জবাবে ১৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ২০ বলে ৪৩ রান করে আয়ুশ এমহার্তে। দওয়াল্ড ব্রেভিস ২৫ বলে ৪২ ও শিবম দুবে ৩২ বলে ৩৯ রান করেন। বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি। রাজস্থানের হয়ে বৈভব সূর্যবংশী ৩৩ বলে ৫৭, স্যামসন ৩১ বলে ৪১, যশস্বী জয়সওয়াল ১৯ বলে ৩৬ ও...
আইপিএলে ব্যর্থ মিশন শেষ করলো রাজস্থান, হারালো চেন্নাইকে
অনলাইন ডেস্ক

হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু
অনলাইন ডেস্ক

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনসে। তবে বৈরী আবহাওয়ার কারণে ফাইনালের ভেন্যু বদলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখন আর কলকাতায় নয়, আগামী ৩ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল ফাইনাল। এছাড়া ১ জুন প্লে-অফ পর্বের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিও একই মাঠে অনুষ্ঠিত হবে। আর ২৯ মে প্রথম কোয়ালিফায়ার এবং ৩০ মে এলিমিনেটর অনুষ্ঠিত হবে মুল্যানপুরের নিউ পিসিএ স্টেডিয়ামে। এছাড়া লিগ পর্বের শেষ ম্যাচের ভেন্যুও বদলে গেছে। আগামী ২৭ মে ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে ম্যাচটি এখন একই দিনে লক্ষ্ণৌতে অনুষ্ঠিত হবে। এছাড়া বৃষ্টির প্রভাবের কথা মাথায় রেখে প্লেয়িং কন্ডিশনেও পরিবর্তন আনা হয়েছে। আগের...
অবশেষে নিরাপদে ফিরলো ফুটবলারদের বহনকারী বিমান
অনলাইন ডেস্ক

বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলকে বহনকারী বিমান আজ মঙ্গলবার (২০ মে) বিকালে ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় ফিরে যায়। যদিও আশার কথা যে আবহাওয়া স্বাভাবিক হতেই নির্ধারিত সময়ের ঘণ্টা তিনেক পর গোলাম রব্বানী ছোটনের দলকে বহনকারী বিমান কলকাতা থেকে ঢাকায় অবতরণ করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট (6E1105) অবতরণ করতে পারেনি। পরিস্থিতি অস্বাভাবিক থাকায় ফ্লাইটটি কলকাতায় ফিরে যায়। পরবর্তীকালে দলটি রাতে বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দলের খেলোয়াড়রা সরাসরি বাফুফে ভবনে আসবে। এর আগে অরুণাচল প্রদেশে ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরে...
বসুন্ধরা কিংসের গোলবন্যায় ভেসে গেল ফকিরেরপুল
নিজস্ব প্রতিবেদক

আগের রাউন্ডেই শিরোপার দৌড় থেকে ছিটকে গিয়েছিল আগে পাঁচ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এরপর মোহামেডানের শিরোপা উৎসবও দেখতে হয়েছে তাদের। সব হারিয়ে আজ মঙ্গলবার (২০ মে) জ্বলে উঠেছে বসুন্ধরা শিবির। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে স্বাগতিক ফকিরেরপুল ইয়ংমেন্সকে ৭-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। যার মধ্যে একাই চারটি গোল করেছেন বসুন্ধরার ফরোয়ার্ড রাকিব হোসেন। লিগে সব মিলিয়ে ১০ গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জাতীয় দলের এই তারকা ফুটবলার। এ দিকে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পর এদিন মাঠে নেমেছিল মোহামেডানও। কুমিল্লায় রহমতগঞ্জের বিপক্ষে সেই ম্যাচ অবশ্য প্রচণ্ড বৃষ্টির কারণে ১৬ মিনিট পর বন্ধ হয়ে যায়। পরে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। সেই পর্যন্ত অবশ্য সাদা-কালোরা এগিয়ে ছিল ২-১ গোলে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর