ঢাকার জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছিল সবশেষ ২০২০ সালে। তারপর থেকে আর কোনো ম্যাচ গড়ায়নি এই মাঠে। অবশেষে আবারও ঢাকা স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। সংস্কারের প্রায় চার বছর পর আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি হবে এই স্টেডিয়ামে। দর্শকদের জন্য সুখবর হচ্ছে ঘরে বসেই অনলাইনেই কিনতে পারবে টিকিট। আগামী ২৪ মে দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভে (tickify.live) কেনা যাবে হামজাদের ম্যাচের টিকিট। সাধারণ গ্যালারিতে টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৪০০ টাকা। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম ২৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩০০০ টাকা। ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২০০০ টাকা। যে কোনও ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে...
কবে থেকে মিলবে হামজাদের ম্যাচের টিকিট, কেনা যাবে যেভাবে
অনলাইন ডেস্ক

ধোনির পা ছুঁয়ে প্রশংসায় ভাসছেন সূর্যবংশী
অনলাইন ডেস্ক

১৪ বছরের বৈভব সূর্যবংশীর কাছেই যেনো হেরে গেলেন ৪৩ বছরের মহেন্দ্র সিং ধোনি। তরুণ এই ব্যাটার খেলেছেন ৩৩ বলে ৫৭ রানের ইনিংস। গড়েছেন ছক্কার রেকর্ড। মুগ্ধ করেছেন ক্রিকেট সমর্থকদের। মঙ্গলবার চেন্নাই কিংসের বিরুদ্ধে ম্যাচটি ছয় উইকেটে জিতে নিয়েছে সূর্যবংশীর রাজস্থান রয়্যালস। আইপিএলে নিজের অভিষেক হওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড করে চলেছেন তিনি। নিজের প্রথম মৌসুমেই ২৪টি ছক্কা মেরেছেন বৈভব সূর্যবংশী, যা এক মৌসুমে ২০ বছরের কম বয়সী ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ। তবে এবার এক অন্যরকম ঘটনার জন্ম দিয়েছেন সূর্যবংশী। ম্যাচ শেষেও ক্রিকেট প্রেমীদের করেছেন মুগ্ধ। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা হাত মেলানোর সময়ে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করেছেন সূর্যবংশী। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তাতে প্রশংসায়...
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা
অনলাইন ডেস্ক

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুটি ওয়ানডে ম্যাচও সংস্করণ বদলে মোট ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলায় সম্মতি দিয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিরিজের ম্যাচসংখ্যা কমে এসেছে। গতকালই জানা গিয়েছিল, পাঁচ ম্যাচের বদলে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দেশ। এবার তারই আনুষ্ঠানিক ঘোষণা দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে ২৫ মে। পরবর্তী দুদিন অনুশীলন ক্যাম্প করবে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত...
আজ মাঠে নামছে দিল্লি, একাদশে মুস্তাফিজ থাকবেন তো?
অনলাইন ডেস্ক

ডু অর ডাই ম্যাচে আজ মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেই দিল্লির এই অগ্নি পরীক্ষা। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই এই দলটির। তবে দিল্লির হয়ে কাজটা অনেকটাই সহজ করে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্লে-অফের দৌড়ে দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ ছিল লখনৌ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এদের মাঝে লখনৌকে হারিয়ে তাদের সব আশা মাটি করে দিয়েছে হায়দরাবাদ। প্লে-অফে উঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচে থাকবেন তো মুস্তাফিজুর রহমান? ধারণা করা হচ্ছে, আজকের ম্যাচেও নাটারজন, দুশমান্থ চামিরার সঙ্গে পেস বিভাগে থাকবেন মুস্তাফিজ। ভিপরাজ নিগাম, অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদবরা থাকবেন স্পিন বিভাগ সামাল দিতে। এমন বড় ম্যাচে দিল্লি স্কোয়াডে খুব বড় জটিলতা নেই। মিচেল স্টার্ক দল থেকে বিদায় নিয়ে অবশ্য বোলিং...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর