বিএনপির বিরুদ্ধে চলছে ভয়াবহ ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। আজ বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ‘জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং নির্বাচিত সরকার তারেক রহমানের অঙ্গীকার’-শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদীন ফারুক আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে যে আন্দোলন হচ্ছে, তা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। এসময় অনতিবিলম্বে সব ষড়যন্ত্র বন্ধে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান তিনি। news24bd.tv/SHS
বিএনপির বিরুদ্ধে চলছে ভয়াবহ ষড়যন্ত্র: জয়নুল আবদিন ফারুক
নিজস্ব প্রতিবেদক

নাহিদ-সারজিস ও হাসনাতের প্রশংসায় ইশরাক
অনলাইন প্রতিবেদক

নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এর প্রশংসা করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) এক ফেসবুক পোস্টে দুই ছাত্র উপদেষ্টার উদ্দেশে ইশরাক বলেন, আপনাদেরই নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে সেটাই অনুসরণ করুন। উনি চাইলে হয়তো আরও কিছুদিন মন্ত্রিত্ব করে তারপর এনসিপি তে যেতে পারতেন। ইশরাক আরও উল্লেখ করেন, একটা সময় ছিলো সারজিস আলম হাসনাত আবদুল্লাহরা জোরালো ভাবে দাবি করলে ওনারাও হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন। কিন্তু তারা রাজনীতি করবেন বলে সেই কর্মপন্থা বেছে নিয়েছেন। হয়তো একদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে পূর্ণাঙ্গভাবে মন্ত্রীর দায়িত্ব, ক্ষমতা ও সম্মান আবার পাবেন। বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক ভাষায়,...
থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে আনার ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক

ধানমন্ডির ৪ নম্বর সড়কে প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাড়িতে গত সোমবার রাতে ঢোকার চেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতাকে আটক করে পুলিশ। তারা গোলাম মোস্তফাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান করছিলেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান গোলাম মোস্তফা। পুলিশের সহায়তা চাইলে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার ১৩ ঘণ্টা পর মঙ্গলবার (২০ মে) মুচলেকা নিয়ে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু। থানা থেকে এনসিপি নেতার জিম্মায় তিনজনকে ছেড়ে দেওয়ার পর বিষয়টি...
মৎস্য ভবন-কাকরাইল ও সচিবালয়ের আশপাশে অবস্থান ইশরাক সমর্থকদের
নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত দেওয়া আল্টিমেটামে সাড়া মেলেনি। ফলে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ বুধবার (২১ মে) সকাল ১০টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশের এলাকায় তাদের অবস্থান নিতে দেখা যায়। এতে এলাকাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন এই এলাকায় চলাচলকারী বাসযাত্রীরা। এছাড়াও টানা সপ্তম দিনের মতো ইশরাককে ডিএসসিসির মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে আজও সকাল থেকে নগর ভবনের ভেতরে ও বাইরে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থকরা। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে দুপুরে আদেশ দেওয়ার কথা রয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর