ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অভিযোগ করেছে, পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার (২১ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৮ মে নুরুল হক নুর তার পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে মোবাইলে কল করেন। প্রকৌশলী আরিফুর রহমান তাকে জানান, কোনোভাবেই আইনের বাইরে গিয়ে কাজ দেওয়া সম্ভব নয়। কিন্তু নুরুল হক কোনো ব্যাখ্যা শুনতে না চেয়ে অব্যাহতভাবে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং ডিএনসিসি অফিসে তালা লাগানোর হুমকি দেন। ডিএনসিসি আরও জানায়, এরপর ২১ মে বিকেল ৩টার দিকে গুলশান-২ এ অবস্থিত নগর ভবনের সামনে গণ অধিকার পরিষদের ব্যানারে কিছু...
পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ‘ভিপি নুর’ বিশৃঙ্খলা করেছেন, ডিএনসিসির বিবৃতি
অনলাইন ডেস্ক

পররাষ্ট্র সচিব নিজেই তার অবস্থান থেকে সরে যেতে চান: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

অপসারণ নয়, পররাষ্ট্র সচিব মো. জসীম নিজেই এই অবস্থান থেকে সরে যেতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২১ মে) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব জানান। সাংবাদিকদের উপদেষ্টা বলেন, আগামী দুই এক দিনের মধ্যেই তিনি ছেড়ে দেবেন। তিনি এ পদ থেকে সরে গেলেও তার চাকরি থাকছে। উপদেষ্টা বলেন, ভারতের সর্বশেষ আরএনজি পণ্য বন্ধ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি গেছে। কবে এত দ্রুত জবাব আসা করি না আমরা। ভারতীয় নাগরিকদের তাদের ফেরত নিতে হবে। চুক্তি দুই পক্ষের সম্মতিতে বাতিল হয়। আমরা বাতিল কোনোটাই করিনি। আমরা নিয়ম অনুযায়ী আগাচ্ছি। ভারতের সঙ্গে এ মুহূর্তে ১০০ এর উপর চুক্তি আছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ভারত থেকে আসা রোহিঙ্গাদের পুশ ব্যাক না করলেও যারা ভারতীয় প্রমাণিত হবেন তাদের ফেরত দেয়া হবে।...
সেনাবাহিনীকে নিয়ে ভুয়া তথ্যে সয়লাব, রয়েছে ভারতীয় গণমাধ্যমও
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু বিদেশি গণমাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী। বুধবার (২১ মে) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত ২৪টি ভুয়া তথ্য প্রকাশ করা হয়। পোস্টে ২৪টি ফেক কার্ড আকারে ভুয়া খবরের স্ক্রিনশট যুক্ত করা হয়। এতে দেখা যায়, পার্শ্ববর্তী দেশের কয়েকটি গণমাধ্যম এবং ইউটিউব চ্যানেল সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে বিভ্রান্তিকর ও মনগড়া খবর প্রকাশ করেছে। ভারতের একটি গণমাধ্যম আজ-তাক বাংলা শিরোনাম করেছে, প্রাণ বাঁচাতে ভারতের কাছে আশ্রয় চাইছেন ওয়াকার! ভারত কী করবে? অন্য একটি সংবাদে বলা হয়েছে, বাংলাদেশের বড় সেনাকর্তাকে সাজা, ওয়াকুর উজ্জামানকে ক্ষমতার প্ল্যান করেছিল? এছাড়া, কলকাতা নিউজ নামের একটি ইউটিউব চ্যানেল ভিডিও শিরোনাম...
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আজ একটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়। বুধবার (২১ মে) প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিকনির্দেশনা মূলক একটি শপথ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করা হলো। প্রজ্ঞাপনে উল্লেখিত শপথকাক্য হলো, আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত