তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অঘোষিত ফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে নিজেদের সেরাটা দিতে পারেনি টাইগাররা। তবে জাকের আলীর লড়াই ও শেষের ঝড়ে ১৬২ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ। বুধবার (২১ মে) আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দ্বিতীয় ওভারের প্রথম বলে ডাক আউট হন প্রথম ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমন। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি লিটন কুমার দাসও। ১০ বলে ১৪ রান করে ফেরেন এই টাইগার অধিনায়ক। ৯ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন শেখ মাহেদী। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন তানজিদ হোসেন তামিম। কিন্তু ফিফটি তুলতে পারেননি তিনি। ১৮ বলে ৪০ রান করে বোল্ড আউট হন তামিম। এরপর শামীমকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন জাকের আলী। কিন্তু ১২ বলে ৯ রান কট আউট হন শামীম। এতে দলীয় ৬৯ রানে ৬ উইকেট...
জাকের আলীর লড়াইয়ে চ্যালেঞ্জিং পুঁজি পেল বাংলাদেশ
অনলাইন ডেস্ক

টাইগারদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালো আরব আমিরাত
অনলাইন ডেস্ক

জয় দিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু পরের ম্যাচেই হোঁচট খায় টাইগাররা। চমক দেখিয়ে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় স্বাগতিকরা। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনাল। বুধবার (২১ মে) সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আরব আমিরাত। এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। একাদশে ফিরেছেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন, বাদ পড়েছেন শান্ত। দ্বিতীয় ম্যাচে বাজে বোলিং করার একাদশে জায়গা হারিয়েছে তানভীর ইসলাম ও নাহিদ রানা। আর একাদশে ফিরেছেন শেখ মাহেদী ও হাসান মাহমুদ। বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদী, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। আরও...
ধোনির পা ছুঁয়ে প্রশংসায় ভাসছেন সূর্যবংশী
অনলাইন ডেস্ক

১৪ বছরের বৈভব সূর্যবংশীর কাছেই যেনো হেরে গেলেন ৪৩ বছরের মহেন্দ্র সিং ধোনি। তরুণ এই ব্যাটার খেলেছেন ৩৩ বলে ৫৭ রানের ইনিংস। গড়েছেন ছক্কার রেকর্ড। মুগ্ধ করেছেন ক্রিকেট সমর্থকদের। মঙ্গলবার চেন্নাই কিংসের বিরুদ্ধে ম্যাচটি ছয় উইকেটে জিতে নিয়েছে সূর্যবংশীর রাজস্থান রয়্যালস। আইপিএলে নিজের অভিষেক হওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড করে চলেছেন তিনি। নিজের প্রথম মৌসুমেই ২৪টি ছক্কা মেরেছেন বৈভব সূর্যবংশী, যা এক মৌসুমে ২০ বছরের কম বয়সী ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ। তবে এবার এক অন্যরকম ঘটনার জন্ম দিয়েছেন সূর্যবংশী। ম্যাচ শেষেও ক্রিকেট প্রেমীদের করেছেন মুগ্ধ। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা হাত মেলানোর সময়ে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করেছেন সূর্যবংশী। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তাতে প্রশংসায়...
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা
অনলাইন ডেস্ক

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুটি ওয়ানডে ম্যাচও সংস্করণ বদলে মোট ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলায় সম্মতি দিয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিরিজের ম্যাচসংখ্যা কমে এসেছে। গতকালই জানা গিয়েছিল, পাঁচ ম্যাচের বদলে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দেশ। এবার তারই আনুষ্ঠানিক ঘোষণা দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে ২৫ মে। পরবর্তী দুদিন অনুশীলন ক্যাম্প করবে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর