শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বরের রাস্তাটি বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে। এ ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ওয়াসার জরুরি কাজের প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টা থেকে শনিবার (২৪ মে) সকাল ১০টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে গাড়িগুলো বিকল্প রাস্তা হিসেবে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাস্তাটি ব্যবহার করে ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাচল করতে পারবে। এদিকে জরুরি কাজের জন্য রাস্তাটি সাময়িকভাবে বন্ধ থাকায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। News24d.tv/কেআই
দুদিন বন্ধ থাকবে শাহবাগ-দোয়েল চত্বরের সড়ক
অনলাইন ডেস্ক

মব ঠেকিয়ে পুরস্কৃত হলেন সেই ওসি
অনলাইন ডেস্ক

রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি। পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে উত্তেজিত জনতা নিয়ন্ত্রণে অনুকরণীয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। বুধবার (২১ মে) রাতে ডিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, উত্তেজিত জনতাকে (মব) শান্তভাবে সামাল দেওয়ার কৌশলটি পুলিশের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হবে। ওসি মারমার ভূয়সী প্রশংসাও করেন ডিএমপি কমিশনার। প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাতে ধানমন্ডির ৪ নম্বর সড়কে একদল তরুণ হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাড়িতে প্রবেশের চেষ্টা করে। তারা তাকে আওয়ামী লীগের দোসর দাবি করে গ্রেপ্তারের দাবিতে বাড়ির সামনে...
রায়ের বাজারে যৌথ বাহিনীর সাড়াশি অভিযানে গ্রেপ্তার ৫৭
অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে কুখ্যাত পাটালি গ্রুপ-এর ৪৪ সদস্যসহ মোট ৫৭ জন কিশোর গ্যাং সদস্য ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৮ থেকে ২০ মে রাত পর্যন্ত সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত একাধিক চৌকস টিম বোটঘাট এলাকায় টানা অভিযান পরিচালনা করে এদের আটক করে। কিছুদিন ধরে মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যায়, বিশেষ করে গত ১৫ মে গভীর রাতে মোহাম্মদপুরের ইত্যাদি মোড় এলাকার বাসিন্দা রাব্বির বাসার সামনে তার পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে পাটালি গ্রুপের সদস্যরা। এ নৃশংস হামলার পরই মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনী ব্যাপক তৎপরতা শুরু করে এবং অভিযানের মাধ্যমে দুষ্কৃতকারীদের ধরতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আরো রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী,...
ডিএসসিসির সব ধরনের নাগরিক সেবা বন্ধ
অনলাইন ডেস্ক

বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ ও কর্মচারী ইউনিয়নগুলোর কর্মবিরতির কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। বুধবার (২১ মে) ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরেই নগর ভবনের ভেতরকার সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। আজ নগর ভবনের বাইরের আঞ্চলিক কার্যালয়গুলোও বন্ধ রয়েছে। এর ফলে আমরা কোনো নাগরিক সেবা ঢাকা দক্ষিণ সিটির নাগরিকদের দিতে পারছি না। ডিএসসিসির কর্মচারী ইউনিয়নগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে শাহজাহান মিয়া বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। বিক্ষোভের কারণে নগর ভবন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর