জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শিক্ষা ও গবেষণা সেল গঠন করা হয়েছে। বুধবার (২১ মে) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সেলের সম্পাদক হয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত। সহ সম্পাদক হয়েছেন মাহবুব আলম। এছাড়া সদস্য হিসেবে আছেন মোহাম্মদ মিরাজ মিয়া, সাদিয়া ফারজানা দিনা, মো. মেসবাহ কামাল, খায়রুল কবির, নাজমুল হাসান সোহাগ, মো.শওকত আলী, তানহা শান্তা, ইফতেখারুল ইসলাম, হাছিব আর রহমান এবং সুলতান মুহাম্মদ জাকারিয়া। আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন কমিটির অনুমোদন দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। news24bd.tv/এআর
এনসিপির শিক্ষা ও গবেষণা সেল গঠন
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন নিয়ে কোনো আলোচনা করা হচ্ছে না কেন, আলী রীয়াজকে মান্নার প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত অধিকাংশ সংস্কার প্রস্তাবে প্রায় সব দল একমত হওয়ার পরও কমিশন কিংবা সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা কেন করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ফ্যাসিবাদ, গণ-অভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বইটি লিখেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের উদ্দেশে মান্না বলেন, এই যে এত দিন ধরে কথা বললেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। কী দাঁড়াল? ন্যূনতম ঐকমত্য পাওয়া গেছে? ১৬৬টা প্রস্তাব করেছিলেন, ১৪৬টাতে সবগুলো দল একমত হয়েছে। তাহলে বেশির ভাগই তো একমত হয়ে গেছে। তারপরও নির্বাচন নিয়ে কথা বলতে পারছেন না কেন?...
জিয়াউর রহমান হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল: কর্নেল অলি
অনলাইন ডেস্ক

শেখ হাসিনা ভারতকে সব দিয়েছিল দাবি করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল। বুধবার (২১ মে) বিকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অলি আহমদ বলেন, ভারতের পছন্দের সরকার বাংলাদেশে তাদের দরকার। প্রথম তাদের পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে, এ হত্যার সঙ্গে হাসিনা জড়িত ছিল আমি আগেও বলেছি। তিনি বলেন, আমি আবারো বলি, হাসিনা পালিয়ে যাচ্ছিলো সাজেদা চৌধুরীকে নিয়ে। আখাউড়া বর্ডারে ধরা পড়ে। তাদের তৎকালীন বিডিআর ধরে নিয়ে আসে। সে আসার ১৭-১৮ দিনের মধ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এলডিপি প্রেসিডেন্ট বলেন, আওয়ামী লীগকে শুরুতেই নিষিদ্ধ করলে দেশে...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেছেন। বুধবার (২১ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে তারা যোগদান করেন। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীসভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব ও আব্দুর রহিম রনির উপস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগদান করেন তারা। পরে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর তাদের মিস্টিমুখ করান। মাশরাফি মোর্তজা বলেন, আমি পারিবারিকভাবে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর