আগামী ২৬ মের মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। আজ বৃহস্পতিবার (২২ মে) ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। ফলে তার মেয়র হিসেবে শপথ নিতে আর বাধা নেই বলে জানান তার আইনজীবীরা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, আদালত বড় অবজারবেশন দিয়ে মামলা খারিজ করে দিয়েছেন। ফলে ইশরাকের শপথ গ্রহণের আর কোনো বাধা রইল না। আগামী ২৬ মের মধ্যে শপথ দিতে হবে। শপথ না দেওয়া হলে, সেটা আদালত অবমাননা হবে। তিনি আরও বলেন, আমরা আশা করছি, সরকার আইনের শাসনে বিশ্বাস রাখবে, রায়ের প্রতি আস্থা রাখবে। ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী ২৪ ঘণ্টার...
‘২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে’

মানিকগঞ্জের আদালতে মমতাজ
অনলাইন ডেস্ক

হত্যাসহ একাদিক মামলার আসামি হিসেবে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে গাজিপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে আনা হয়। মানিকগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবুল খায়ের জানান, আজ সকাল সাড়ে ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর ও ৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি হবে। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের মিছিলে গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় গত ২৫ অক্টোবর গোবিন্দল গ্রামের মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। এ ছাড়া মমতাজ...
জুবাইদা রহমানের আপিল শুনানি শুরু
নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের করা আপিলের ওপর আজ শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে এই শুনানি চলছে। গত ১৪ মে হাইকোর্ট জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়। বিচারিক আদালতের ওই মামলায় জুবাইদা রহমানের দেওয়া অর্থদণ্ডাদেশ স্থগিত করা হয়। পাশাপাশি বিচারিক আদালতের নথি তলব করা হয়। উল্লেখ্য, ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। দীর্ঘদিন মামলাটি উচ্চ আদালতের আদেশে স্থগিত থাকার পর ২০২২ সালে মামলাটি...
ব্যারিস্টার সুমনকে কেন জামিন দেওয়া হবে না, জানতে চান হাইকোর্ট
অনলাইন ডেস্ক

রাজধানীর খিলগাঁও ও আদাবর থানায় দায়ের করা দুটি পৃথক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন কেন দেওয়া হবে না, সে বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার (২১ মে) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদেশে বলা হয়েছে, সরকারের সংশ্লিষ্ট পক্ষকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের করা এই মামলাগুলোর পরিপ্রেক্ষিতেই আদালত জামিন আবেদন আমলে নিয়ে এ রুল জারি করেন। আদালতে ব্যারিস্টার সুমনের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম লিটন আহমেদ। শুনানিতে তাকে সহায়তা করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও ব্যারিস্টার খুররম শাহ মুরাদ।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর