মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যা মামলাসহ দুটি মামলায় পৃথক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে প্রিজন ভ্যানে করে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরা অবস্থায় আদালতে উপস্থিত হন তিনি। পরে আদালত চত্বরে বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় রীতিমতো মমতাজের ওপর বৃষ্টির মতো ডিম নিক্ষেপ করা হয়। ছোড়া হয় জুতাও। যা সামাল দিতে হিমশিল খাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনীও। এর আগে, মমতাজকে এজলাসে তোলার সময় পুলিশের সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীদের ধাক্কাধাক্কি হয়। মমতাজের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন মানিকগঞ্জ...
মমতাজের ওপর ডিমের বৃষ্টি
অনলাইন ডেস্ক

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ
অনলাইন ডেস্ক

হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (২২ মে) এ তথ্য জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের প্রতিবেদন অনুসারে, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৬ এর দফা (৬) অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে ২১ মে অপসারণ করেছেন। দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ২০ অক্টোবর থেকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়। সেই ১২ বিচারপতির মধ্যে দিলীরুজ্জামান ছিলেন একজন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি নেওয়া খোন্দকার দিলীরুজ্জামানকে ২০১৮ সালের ৩০ মে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ হাইকোর্ট...
রিট খারিজের বিরুদ্ধে আপিল করা হবে: আইনজীবী
অনলাইন ডেস্ক

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী জহিরুল ইসলাম মুসা। বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টের আদেশের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট সরাসরি খারিজ করে আদেশ দেন। এরপর ইশরাকের আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই। আদালতে এদিন ইশরাকের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে সহযোগিতা করেন ব্যারিস্টার...
৬ দিনের রিমান্ডে মমতাজ
অনলাইন ডেস্ক

কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মানিকগঞ্জের আলাদা দুই মামলায় তাকে রিমান্ড দেন আদালত।বৃহস্পতিবার (২২ মে) বেলা সোয়া ১১টার দিকে মমতাজ বেগমের উপস্থিতিতে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ কোর্টের কোট কারাগারে তোলা হয় সাবেক এই সংসদ সদস্যকে। কোর্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের সিংগাইরের গোবিন্দলের চারজন হত্যা মামলার আসামি হিসেবে তাকে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয়। এই আদালতের বিচারক নূর হোসেন। গত ১৩ মে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম আসামির সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে, আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর