ময়মনসিংহের ভালুকায় বসুন্ধরা শুভসংঘর কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ করা হয়েছে। স্থানীয় এপোলো ইনস্টিটিউট চত্বরে আমগাছের ছায়ায় গতকাল বুধবার (২১ মে) সকালে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে কালের কণ্ঠের ভালুকা উপজেলা প্রতিনিধি মোখলেছুর রহমান মনিরের সভাপতিত্বে ও এজাজ খানের পরিচালনায় এপোলোর অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান লিটন, ভালুকা সরকারী কলেজের অধ্যাপক জাহিদুল ইসলাম সুবিন, সাংবাদিক আসাদুজ্জামান সুমন, তানভীর, ফরহাদ, শুভ, নাফিছা, মিলি, বর্ষা, সাদিক, মারুফ প্রমূখ বক্তৃতা করেন। পরে এপোলো চত্বরে গাছের চারা লাগানো হয়। সভায় বক্তারা বলেন, মানুষের জীবনটা খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ে মানুষের জন্যে কাজ করে চিরজীবী হওয়ার সুযোগ আছে। অসহায় মানুষের কল্যাণে কাজ করে পাওয়া আত্মতৃপ্তির কোনো তুলনা হয় না। প্রতিজন আগ্রজের উচিত অনুজদেরকে মানবিক কাজ করতে উৎসাহিত...
‘আগ্রজের উচিত অনুজকে মানবিক কাজে উৎসাহিত করা’
অনলাইন ডেস্ক

বজ্রপাতের কবল থেকে বাঁচতে বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ
রাজিবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

গত সাত দিন থেকেই থেমে থেমে বৃষ্টি সাথে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত থেমে নেই। অতি বৃষ্টি ও বজ্রপাতে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় গত এক সপ্তাহে বিজিবি সদস্যসহ নিহত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাকৃতিক এই দুর্যোগের হাত থেকে নিজেদের সুরক্ষায় রাখতে আজ বুধবার রাজিবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নানা শ্রেণীর মানুষের সচেতনতায় বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রাজিবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভসংঘর সাধারণ সম্পাদক শামিম আহমেদের সভাপতিত্বে কালের কন্ঠ সাংবাদিক সোহেল রানা স্বপ্নর সঞ্চালনায় গণসচেতনতা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী...
বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার নবীন বরণ উৎসব (স্প্রিং- ২০২৫)
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার উদ্যোগে আয়োজিত নবীন বরণ উৎসব (স্প্রিং- ২০২৫) উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে নতুন সদস্যদের বরণ করে নেওয়া ছাড়াও ছিল দিকনির্দেশনামূলক বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা এবং পারস্পরিক পরিচয়ের এক মেলবন্ধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. ফরহাদ হোসেন, যিনি বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক সামনান অলি, বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার মেন্টর (একাডেমিক) জুহি জান্নাত মিম এবং মেন্টর (প্রশাসনিক) মাহতাব হোসাইন নাইম। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ নবীন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও প্রেরণামূলক বক্তব্যে সকলের মাঝে উদ্দীপনা ও অনুপ্রেরণা ছড়িয়ে পড়ে।...
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের সাংগঠনিক আলোচনা ও ফল উৎসব
মুনজুরুল ইসলাম নাহিদ, ইবি

চলছে মধুমাস জ্যৈষ্ঠ। চারদিকে মৌসুমি ফলের সমাহার। সুমিষ্ট এসব ফল নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় ফল উৎসবের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডরে এ আয়োজন করে শুভসংঘের বিশ্ববিদ্যালয় শাখা। এতে বসুন্ধরা শুভসংঘের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। ফল উৎসবের সঙ্গে চলে সাংগঠনিক নানা আলোচনা। বসুন্ধরা শুভসংঘ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মুনজুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ও রোটার্যাক্ট ক্লাবের সভাপতি দিদারুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয় শুভসংঘের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর