উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাজনীতিতে যুক্ত হওয়ায় এনিসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রশংসা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। একইসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন তিনি। আজ বুধবার (২১ মে) ইশরাক নিজেই তার কর্মীদের সঙ্গে কাকরাইল মোড়ে আন্দোলনে যোগ দিয়েছেন। এ সময় তিনি বলেন, দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের পর একটা বানোয়াট ফল ঘোষণা করে। সেটাকে বাতিল চেয়ে আমরা মামলা করেছিলাম। পরে শুনানি শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে, মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি আইন অনুযায়ী। এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয়, সেখানে সাত আট জন আইনজীবী রয়েছেন। তারা পুরো মামলাটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। তাদের বলা হলো, আইন মন্ত্রণালয়ের মতামত নিতে হবে। আইন মন্ত্রণালয় বললো, তারা স্বাধীন প্রতিষ্ঠান তারা যে সিদ্ধান্ত নেবে...
নাহিদ ইসলামের প্রশংসা করলেন ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক

‘হিযবুত তাহরীর নেতা এজাজ ডিএনসিসির প্রশাসক পদে থাকতে পারেন না’
অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে নগর ভবনের সামনে দিনভর বিক্ষোভে নামেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। যদিও ডিএনসিসির পক্ষ থেকে বলা হয়, পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় নুরুল হক নুর নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। পরে বুধবার (২১ মে) দিবাগত রাতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ডিএনসিসির অভিযোগের বিষয়ে পাল্টা বিবৃতি দেওয়া হয়। যেখানেডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর নেতা ও তিনি জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত আখ্যা দিয়ে তাকে অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়। এদিন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববির পাঠানো বিবৃতিতে বলা হয়, পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর...
যমুনার সামনে বসে গেলেন ইশরাক (ভিডিওসহ)
নিজস্ব প্রতিবেদক
বিএনপিকে নির্বাচনে আসতে না দেয়ার জন্য দুই জন উপদেষ্টা কাজ করছে বলে অভিযোগ তুলেছেন দলটির নেতা ইশরাক হোসেন। আজ বুধবার (২১ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়া নেতাকর্মীদের উদ্দেশে কথা বলতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে সেখানে বসে পড়েন। ইশরাক বলেন, নতুন একটি দল নিয়ে আশাবাদী ছিলাম। কিন্তু সরকারের দুই জন উপদেষ্টা মদদ দিচ্ছেন, যেন বিএনপি নির্বাচনে আসতে না পারে, নির্বাচন করতে না পারে। এ অবস্থায় আসিফ মাহমুদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আরেক উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে। উপদেষ্টার পদত্যাগ করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তারা পদত্যাগ করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক। এই সরকারের মধ্যে কোনো হস্তক্ষেপ করা যাবে না। বিএনপির এ তরুণ নেতা বলেন, কোনো...
যেকোনো স্বৈরাচারকে উচিত জবাব দিতে আমরা প্রস্তুত: ইশরাক
নিজস্ব প্রতিবেদক

গত কয়েকদিন ধরে রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। আন্দোলনের মাঝে আজ বুধবার (২১ মে) ইশরাক নিজেই সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন। এ সময় তিনি বলেন, কেউ যদি হাসিনার মতো স্বৈরাচারীর ভূমিকায় অবতীর্ণ হয়, তবে আমরা উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আন্দোলনে যোগ দিয়ে ইশরাক হোসেন বলেন, দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের পর একটা বানোয়াট ফল ঘোষণা করে। সেটাকে বাতিল চেয়ে আমরা মামলা করেছিলাম। পরে শুনানি শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে, মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি আইন অনুযায়ী। এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয়, সেখানে সাত আট জন আইনজীবী রয়েছেন। তারা পুরো মামলাটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। তাদের বলা হলো, আইন মন্ত্রণালয়ের মতামত নিতে হবে। আইন মন্ত্রণালয় বললো, তারা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর