বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ ও কর্মচারী ইউনিয়নগুলোর কর্মবিরতির কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। বুধবার (২১ মে) ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরেই নগর ভবনের ভেতরকার সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। আজ নগর ভবনের বাইরের আঞ্চলিক কার্যালয়গুলোও বন্ধ রয়েছে। এর ফলে আমরা কোনো নাগরিক সেবা ঢাকা দক্ষিণ সিটির নাগরিকদের দিতে পারছি না। ডিএসসিসির কর্মচারী ইউনিয়নগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে শাহজাহান মিয়া বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। বিক্ষোভের কারণে নগর ভবন...
ডিএসসিসির সব ধরনের নাগরিক সেবা বন্ধ
অনলাইন ডেস্ক

সাম্য হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে আজ বুধবার (২১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রেস বিজ্ঞপ্তিতে প্রশাসন বলছে, অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে। সাম্যর মৃত্যুর ঘটনা তদন্ত এবং এ সংক্রান্ত আইনি ও অন্যান্য প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত ধারাবাহিক পদক্ষেপ ও সার্বিক সহযোগিতার জন্য সাম্যর পরিবার সন্তোষ প্রকাশ করেছে। উল্লেখ্য, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম...
চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি ইউএস’-এর ঢাকা অফিস উদ্বোধন
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডি/ইউএস-এর ঢাকা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর পল্লবীতে। আজ বুধবার (২১ মে) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- লাভ শেয়ার বিডির সাধারণ সম্পাদক ফজলে ইলাহী ভূঁইয়া, দেওয়ান মহিউদ্দিন বিপ্লব, জাহাঙ্গীর আলম বাবু, সাংবাদিক আতাউর রহমান কাবুল, আবুল কাশেম, কামরুল আলম, শেখ আরশাদ ইমাম, নাজমুল হোসেন, শাহিন চিশতী, এম এ মাসুদ প্রমুখ। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, দীর্ঘ দুই দশক ধরে লাভ শেয়ার বিডি/ইউএস আর্তমানবতার সেবায় নিয়োজিত। বাংলাদেশ অফিসের যাত্রা শুরুর মাধ্যমে এখন এই মানবিক উদ্যোগ আরও বিস্তৃত হবে। তিনি আরও জানান, দুঃসময়ে ফান্ড রেইজিং ও আন্তর্জাতিক সহায়তার অংশ...
‘আ. লীগের দোসর ধরিয়ে দেওয়ার নামে মব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না’
অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের দোসরদের ধরিয়ে দেওয়ার নামে মব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেছেন, কারো বিষয়ে তথ্য থাকলে পুলিশকে জানাতে পারবেন। পুলিশ যাচাই-বাছাই করে ব্যবস্থা নেবে। আজ বুধবার (২১ মে) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে হাজারীবাগ এলাকায় দুটি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে একটি বাড়ি ঘেরাও করার ঘটনায় মোহাম্মদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ তিনজনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনায় আটককারীদের ছাড়িয়ে আনতে থানায় যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর