নওগাঁয় মাদকাসক্ত হয়ে নিজ ঘরে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনা ঘটছে। তবে মাদক এবং নেশা জাতীয় ট্যাবলেট খাওয়ায় ও স্থানীয়দের মারধরে মৃত্যু হয়েছেন ওই নারীর স্বামী। গতকাল বুধবার রাত ৯টার দিকে নওগাঁ শহরের আনন্দনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তির নাম সুমন হোসেন (৩১)। নিহত সুমন নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের দুবলহাটি গ্রামের মোহাম্মদ বাবুর ছেলে। সুমন পেশায় একজন গৃহনির্মাণ শ্রমিক ছিলেন। স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ থেকে ৪ বছর আগে শহরের আনন্দনগর এলাকার আব্দুস সামাদের মেয়ে মৌয়ুরী বেগম (২৩) এর সঙ্গে সুমনের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই সুমন তার স্ত্রীর সঙ্গে আনন্দনগর এলাকায় শ্বশুরবাড়ীতে থাকতেন। সুমন বিভিন্ন সময় নেশাগ্রস্ত হয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি করতেন এবং স্ত্রীকে সাংসারিক কোন খরচ দিতেন না। ঘটনার দিন...
স্বামীর এলোপাতাড়ি হাসুয়ার কোপে স্ত্রীর হাত বিচ্ছিন্ন, গণপিটুনিতে স্বামী নিহত
নওগাঁ প্রতিনিধি

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
রাজবাড়ী প্রতিনিধি

বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন। তিনি জানান, হঠাৎ ঝড়ো হাওয়া ও উত্তাল পদ্মার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এতে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটেই যাত্রীদের ভোগান্তি দেখা দেয়। অনেকে ঘাটে এসে অপেক্ষায় থাকতে বাধ্য হন। ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে পরিস্থিতি উন্নতি হলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক করা হবে। বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং...
বরিশাল থেকে ছোট লঞ্চ চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক

বরিশাল থেকে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে ছোট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোলা, মেহেন্দীগঞ্জসহ বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে ১৬টি রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ চলমান থাকবে। বড় লঞ্চের বিষয়ে আজ বিকালে সিদ্ধান্ত হবে। বরিশাল নৌবন্দরের কর্মকর্তারা জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় বরিশালে রাত থেকে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে...
বিজিবির বাধায় পুশইনে ব্যর্থ বিএসএফ, ঢুকতে পারলো না ৫৮ ভারতীয়
অনলাইন ডেস্ক

লালমনিরহাট জেলার তিনটি উপজেলার অন্তত ছয়টি সীমান্তপথে ৫৮ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের সক্রিয় ভূমিকার কারণে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে প্রায় ১৭ ঘণ্টা পর ভারতীয় এসব নাগরিককে নিজ দেশে ফিরিয়ে নেয় বিএসএফ। বুধবার (২৮ মে) ভোরে লালমনিরহাটের আদিতমারী, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে একযোগে ওইসব মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হয়। তবে বিজিবির বাধায় কেউই বাংলাদেশ ভূখণ্ডে ঢুকতে পারেননি। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারাও সীমান্তে সতর্ক অবস্থান নেন। বিজিবি জানায়, ভারতে স্থাপিত কাঁটাতারের গেট খুলে একাধিক দলে ভাগ করে পুশইন করতে আনা হয় মানুষগুলোকে। তারা সবাই ভারতের আসাম রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর