দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় আজ (২৮ মে) গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের আশকোনা এলাকায় মাদকদ্রব্য বিক্রি করার সময় ৬ মহিলা ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে উত্তরা আর্মি ক্যাম্প। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মোছা. কাকলী (২৪), আমেনা (২৫), লিমা (২৭), মাহি (২৩), ফাতেমা আক্তার বৃষ্টি (২৪) এবং মুন্নি আক্তার (২৩)। তাদের কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা, ২ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৯,৮৯০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য, এই সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একই কারণে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদেরকে প্রয়োজনীয়...
বিমানবন্দর এলাকা থেকে ৬ নারী মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

যে কারণে ৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
অনলাইন ডেস্ক

৪০ মিনিট বন্ধ থাকার পর পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়। কারিগরি গোলযোগের কারণে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ফেসবুক পোস্টে জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটের দিকে আবার তা চালু হয়েছে। যাত্রীদের চলাচলে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য্যধারণ ও সহযোগিতার জন্য যাত্রী সাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। News24d.tv/কেআই
স্টারলিংকে অনেকে আশার আলো দেখলেও, নতুন উদ্বেগের কথা জানালেন তারা
নিজস্ব প্রতিবেদক

দেশে ইলন মাস্কের স্টারলিংক আসার খবরে যেখানে আশার আলো দেখছেন অনেকে, সেখানেই নতুন উদ্বেগের কথা জানালেন দেশের ইন্টারনেট অবকাঠামো ব্যবসায়ীরা। মোবাইল অপারেটররা যদি সরাসরি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি হিসেবে সেবা দেওয়া শুরু করে, তবে তা নেশনওয়াইড টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক বা এনটিটিএন খাতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তারা। আজ বুধবার (২৮ মে) এক কর্মশালায় এমন আশঙ্কার কথাই জানান তারা। টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা: কোন পথে এনটিটিএন এর ভবিষ্যৎ শিরোনামে এই কর্মশালা ও ব্রিফিংয়ের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কস বাংলাদেশ। এসময় ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী বলেন, লাইসেন্স নীতিমালা বাস্তবায়নের আগে দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে টেলিকম খাতের অন্তর্জাতিক সংগঠন আইটিইউ...
রাজধানীর একটি পয়েন্টে দেবে গেছে রাস্তা, যান চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক

রাজধানীর ব্যস্ততম এলাকা ধানমন্ডিতে একটি সড়ক দেবে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়ক হয়ে মঙ্গলবার (২৮ মে) বিকেল চারটা থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ধানমন্ডির শংকরে পদচারী-সেতুর ১৫ মিটার দক্ষিণ দিকে ৬৮ নম্বর বাড়ির সামনের সড়কটি দেবে গর্ত হয়ে গেছে। তাঁদের ধারণা, সম্প্রতি ডিপিডিসি মাটির নিচ দিয়ে বিদ্যুতের কাজ করার সময় ঠিকভাবে মেরামত করেনি। এ জন্য হঠাৎ রাস্তা দেবে গেছে। সিটি করপোরেশনের কর্মকর্তাদের ধারণা, যে জায়গায় গর্ত হয়ে গেছে সেখানে ঢাকা ওয়াসার পানি সরবরাহের লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান দিয়ে অনবরত পানি বের হচ্ছে। রাস্তা ঠিক করতে হলে পানির সংযোগ আগে মেরামত করতে হবে। এ জন্য ওয়াসার কর্মকর্তারাও সেখানে গেছেন। ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল১এর নির্বাহী প্রকৌশলী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর