সকাল থেকে রাজধানী ঢাকাসহ বেশ কিছু অঞ্চলে বৃষ্টি ঝরছে। বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস। এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। মূলত নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমির মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ৫০ কিমি পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের এলাকায় সাগর উত্তাল রয়েছে। নিম্নচাপের ফলে সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়ের আওতায় পড়েছে দেশ। এই বৃষ্টিবলয়ে দেশের সব এলাকায়...
সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল
নিজস্ব প্রতিবেদক

এমপিও শিক্ষকদের বোনাসের জিও আজ, ব্যাংকে টাকা যাবে যেদিন
অনলাইন ডেস্ক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার (বোনাস) জিও (সরকারি আদেশ) জারি হতে পারে আজ বৃহস্পতিবার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ জিও জারি করা হবে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের কর্মকর্তারা এ তথ্য জানান। তারা জানান, উৎসব ভাতার জিও জারির পর সেটি আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে পাঠানো হবে। আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক-কর্মচারীদের বোনাসের টাকা ব্যাংকে পাঠানো হবে। জানা গেছে, এবারের ঈদে শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ বোনাস পাবেন। আগে তারা মূল বেতনের ২৫ শতাংশ বোনাস পেতেন। আর কর্মচারীরা আগের মতোই ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন। গত ২৬ মে শিক্ষকদের বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার...
ঢাকা দক্ষিণের ৯ স্থানে বসছে অস্থায়ী পশুর হাট
অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ৯টি অস্থায়ী পশুর হাট বসবে। সেগুলো হলো- উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায়, পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পাশের নদীর পাড়ে খালি জায়গায়, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গায়, হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গায়, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গায়, সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গায়, কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন খালি জায়গায়, শ্যামপুর-কদমতলী ট্রাকস্টান্ড সংলগ্ন খালি জায়গায় ও মেরাদিয়া বাজারের পূর্ব পাশের খালপাড়ের খালি জায়গায়। ডিএসসিসির সম্পত্তি বিভাগের সংশ্লিষ্টরা জানান, এবার আফতাবনগর ও মেরাদিয়াসহ মোট ১১টি স্থানে অস্থায়ী হাটের দরপত্র আহ্বান করেছিল ডিএসসিসি। পরে আইনগত জটিলতা থাকায়...
দেশে সুশীল সংকট
গোলাম রাব্বানী

সুশীল সমাজ বলতে সমাজের বিশিষ্টজনদের বোঝানো হয়ে থাকে। যারা দেশের বিভিন্ন ইস্যুতে নিজেদের সুচিন্তিত মতামত ব্যক্ত করে থাকেন। বিভিন্ন সময় অন্যায়-অবিচারের বিরুদ্ধে তারা সোচ্চার থাকতেন। বিগত সময় বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমও তাদের বক্তব্য প্রচার করেছে। কিন্তু বর্তমান সময়ে বিবেকের তাড়নায় অথবা গণমাধ্যমের প্রয়োজনে কেউ কোনো কথা বলছেন না। বিগত সময়ে আওয়ামী লীগ ঘরানার সুশীল ব্যক্তির অভাব ছিল না। এখন তারা সবাই চুপ হয়ে গেছেন। নিরপেক্ষ অবস্থান থেকে যারা কথা বলতেন তাদের প্রায় সবাই বর্তমান সরকারের বিভিন্ন অ্যাসাইনমেন্টে আছেন। সে কারণে এখন গণমাধ্যম খুঁজে পাচ্ছে না সুশীলদের। সমাজের বিশিষ্টজন বা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে রয়েছেন রেহমান সোবহান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ড....
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর