চেন্নাই বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল ১৮০ যাত্রী। মাটি ছোঁয়ার আগমুহূর্তে হঠাৎ বাতাসের গতি পরিবর্তনের জন্য আচমকা বিমান ঘোরান পাইলট। এরপর যাত্রী নিয়ে চেন্নাইয়ের আকাশে প্রায় আধঘণ্টা ধরে ঘুরপাক দেয়ার পর নিরাপদে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। বুধবার (২৮ মে) সকাল ১০টা ১৫ মিনিটে চেন্নাই বিমানবন্দরে ঘটে এ ঘটনা। দ্য ইকোনোমিস্টের প্রতিবেদন মতে, এয়ার ইন্ডিয়ার এআই-৩৪৭ বিমানটি সিঙ্গাপুর থেকে চেন্নাইয়ে আসে। কিন্তু বিমানবন্দরে অবতরণের অবতরণের সময় বিপত্তির সম্মুখীন হন পাইলট। প্রতিকূল বাতাসের কারণে মাটি থেকে ২০০ ফুট দূরে থাকতেই অবতরণ বাতিলের সিদ্ধান্ত নেন পাইলট। বিমানের মুখ ঘুরিয়ে ফের আকাশে উঠে যান তিনি। এরপর প্রায় বিমানটি আধঘণ্টা ধরে চেন্নাই বিমানবন্দরের উপর ঘুরপাক খায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতামূলক কারণেই অবতরণ বাতিল করা হয়। এক...
১৮০ যাত্রী নিয়ে আকাশে ঘুরপাক খাচ্ছিলো বিমান, অল্পের জন্য প্রাণে রক্ষা
অনলাইন ডেস্ক

ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা স্থানীয় সময় বুধবার (২৮ মে) রয়টার্সকে জানান, ইলন মাস্ক প্রশাসন ছেড়ে যাচ্ছেন। আজ রাত থেকেই এ প্রক্রিয়া শুরু হবে। মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগ করছেন। স্থানীয় সময় বুধবার (২৮ মে) রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হওয়ায় আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই এই সুযোগ দেওয়ার জন্য। তিনি আরও...
গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত, নিহত আরও ২৮
অনলাইন ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ৫৪ হাজার ১০০ জনে পৌঁছেছে। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ৩৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আনাদোলু বলছে, ইসরায়েলের লাগাতার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ হাজার ৮৪ জনে পৌঁছেছে বলে বুধবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অবরুদ্ধ এই ভূখণ্ডে হামলা শুরুর ৬০০তম দিনে এ তথ্য জানায় তারা। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নতুন করে ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ও মেডিক্যাল সেন্টারে নতুন করে ২৮টি লাশ আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ১৭৯ জন। সব মিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া...
সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ইইউ
অনলাইন ডেস্ক

সিরিয়ায় দীর্ঘ সময় ধরে চলমান সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার পর দেশটির পুনর্গঠন ও উত্তরণের পথ সুগম করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার ব্রাসেলসে এক বিবৃতিতে ইইউ জানায়, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির জনগণের স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়াকে সহযোগিতা করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা এর আগেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে রাজনৈতিক সমঝোতায় পৌঁছান, যার ভিত্তিতেই এ সিদ্ধান্ত কার্যকর হয়। তবে ইইউ পরিষদ (Council of the EU) জানায়, বাশার আল-আসাদের প্রশাসনের সঙ্গে সরাসরি জড়িত সংস্থা ও ব্যক্তিদের ওপর যেসব নিরাপত্তাভিত্তিক নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো বহাল থাকবে। পাশাপাশি চলতি বছরের মার্চ মাসে সিরিয়ায় সংঘটিত সহিংসতার সঙ্গে জড়িত নতুন কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর