ইরানে মদের পার্টি থেকে ২৩০ তরুণ-তরুণী আটক

সংগৃহীত ছবি

ইরানে মদের পার্টি থেকে ২৩০ তরুণ-তরুণী আটক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে দুইটি মদের পার্টি থেকে তরুণ-তরুণী মিলিয়ে ২৩০ জনকে আটক করা হয়েছে। পার্টিতে মদ সরবরাহ ইরানের আইনে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এছাড়া দেশটিতে নারী-পুরুষ একসঙ্গে পার্টি করারও অনুমোদন নেই। শুক্রবার ইরানের ইসনা সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে ভয়েস অব আমেরিকা।

অ্যালকোহল পান ও ককটেল পার্টিতে অংশ নেওয়ার অপরাধে ওই ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার জানায় ইসনা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুই সঙ্গীতশিল্পীও আছেন যারা ওই পার্টিতে পারফর্ম করছিলেন।

পার্টি থেকে কিছু অ্যালকোহল ও মাদক জব্দ করা হয়েছে। ওই পার্টির ছবি কেউ ইনস্টাগ্রামে পোস্ট করেছিল।

সেখান থেকেই তথ্য পেয়ে পুলিশ ধরপাকড় অভিযান শুরু করে।

বছরের সবচেয়ে ছোট দিন উৎসবের মাধ্যমে উদযাপন করে ইরানিরা, যার নাম ইয়ালদা। সেই উৎসবের অংশ হিসেবেই তরুণ-তরুণীরা ওই পার্টিতে জড়ো হয়েছিলেন।

সম্পর্কিত খবর