অস্ট্রেলিয়ার দাবানলে এক দমকল কর্মীর মৃত্যু

অস্ট্রেলিয়ার দাবানলে এক দমকল কর্মীর মৃত্যু

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় দাবানল আজ এক মাসেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যে দাবানলের আগুনে পুড়ে এক দমকল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। অস্ট্রেলিয়ার প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল বাহিনীর সদস্যরা দাবানলের আগুন নেভাতে গেলে তাদের গাড়িটিতে আগুন ধরে যায়। যার কারণে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত ২৮ বছর বয়সী এ দমকল কর্মীর নাম স্যামুয়েল ম্যাকপল।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে উচ্চ তাপমাত্রা ও দমকা হাওয়ার কারণে তীব্র গতিতে দাবানল ছড়িয়ে পড়ছে।

হাজার হাজার মানুষকে নিরাপদে সরে যেতে নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। ভিক্টোরিয়া রাজ্যে আগুনের জন্য ১১ নম্বর সতর্কতা সংকেত জারি হয়েছে। তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে এ দাবানল আরও ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: স্কাই নিউজ, বিবিসি

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ