‘থাকছে না জিপিএ-৫, আসছে জিপিএ-৪’

‘থাকছে না জিপিএ-৫, আসছে জিপিএ-৪’

অনলাইন ডেস্ক

জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের গ্রেডিং সিস্টেমে জিপিএ-৫ বিলুপ্ত করে সর্বোচ্চ ৪ ভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা ২০২০ সাল থেকে কার্যকর হতে পারে বলে জানা গেছে।  

মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, আমরা বলেছিলাম জেএসসি-জেডিসিতে এ বছর থেকেই ৪ ভিত্তিক জিপিএ কার্যকর করতে।

কিন্তু মনে হলো এবার করতে গেলে বেশি তাড়াহুড়ো হবে। এটা বোধহয় সমীচীন হবে না। তাই আমরা পুরোটা বিশ্লেষণ করে আগামী বছর থেকে কার্যকর করব বলে আশা করছি।

জিপিএ-৫ এর প্রতিযোগিতা শিক্ষার্থীদের পুরো জীবনটাকে বিষিয়ে তুলছে উল্লেখ করেন দীপু মনি।

বলেন, আমার মনে হয় আমরা যত কম জিপিএ-৫ নিয়ে কথা বলি তত আমাদের শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার জন্য ভালো। জিপিএ-৫ আমাদের মাথা থেকে বের করে দেওয়া উচিত।

আরও বলেন, শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখছে কি না, তাদের নিজেদের যে প্রতিভা আছে সেটি বিকশিত করার ক্ষেত্রে তাদের সহযোগিতা করতে পারছি কি না, এই বিষয়গুলোই আমাদের দেখা উচিৎ। জিপিএ-৫ জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর