সিরিয়ায় রুশ সেনাদের ওপর হামলা

সিরিয়ায় রুশ সেনাদের ওপর হামলা

অনলাইন ডেস্ক

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশের যুদ্ধমুক্ত অঞ্চলে রাশিয়ার সেনাদের উপর হামলা করেছে উগ্র সন্ত্রাসীরা। হামলায় ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

সিরিয়ায় রুশ বাহিনীর প্রধান সমন্বয়কারী রিয়ার অ্যাডমিরাল ভিয়াচেস্লাভ সিৎনিক জানান, মঙ্গলবার বিকেলে সেনাদের পর হামলা হয়েছে। সে সময় রুশ সেনারা ইদলিবের যুদ্ধমুক্ত অঞ্চলের ত্রুম্বা শহরে টহল দিচ্ছিল।

সিৎনিক জানান, তুরস্কপন্থী সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে রাশিয়ার একটি সেনাবাহী সাঁজোয়াযান লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী গাইডেড মিসাইল ছোঁড়া হয়।

এতে রাশিয়ার তিন সেনা সামান্য আহত হযন এবং কারোর অবস্থাই আশঙ্কাজনক নয়।

রাশিয়ার এ সামরিক কর্মকর্তা জানান, তুরস্কের সেনা এবং সিরিয়ার গোয়েন্দা সংস্থার সহযোগিতায় রুশ সামরিক কমান্ড হামলার ঘটনাটি তদন্ত করছে।

দামেস্ক সরকারের আনুষ্ঠানিক অনুরোধে রাশিয়া সিরিয়ায় সেনা মোতায়েন করে রেখেছে এবং রুশ সেনাদের কার্যকর সহযোগিতায় সিরিয়ার বেশিরভাগ এলাকা সন্ত্রাসী মুক্ত হয়েছে।

সন্ত্রাসীদের হাত থেকে সিরিয়া মুক্ত করার লড়াইয়ে রুশ বিমানবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

news24bd.tv তৌহিদ