নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার পিশাতোর পরলোকগমন

নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার পিশাতোর পরলোকগমন

অনলাইন ডেস্ক

নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ, পদার্থ বিজ্ঞানের অধ্যাপক রেভা: ফাদার জে এস পিশাতো সিএসসি আর নেই। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় না ফেরার দেশে পাড়ি দেন তিনি।

তাকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর তিনটায় নটর ডেম কলেজ প্রাঙ্গণে এবং সন্ধ্যা ৬টায় রমনা ক্যাথলিক চার্চে নেওয়া হবে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তার মরদেহ ঢাকার তেজগাঁও চার্চে নেওয়া হবে।

সকাল ১১টায় নেওয়া হবে গাজীপুরে এবং সেখানেই তাকে সমাহিত করা হবে।

আরও পড়ুন:


পরকালের যে বিশ্বাসে মমির মুখে সোনার জিভ

টাচ ছাড়াই আনলক হবে আইফোন

কৃষকদের জঙ্গি আখ্যায়িত করলেন কঙ্গনা

ফেসবুক বন্ধ মিয়ানমারে


 

কৃতী এ শিক্ষক সম্পর্কে নটর ডেম কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মারলিন ক্লারা পিনেরু বলেন, ‘ফাদার জে এস পিশাতো শুধু একজন শিক্ষক, পুরোহিত, অধ্যক্ষ নয় বরং বলা যায় তিনি একটি প্রতিষ্ঠান ছিলেন। ৮৭ বছর বয়সেও নটর ডেম ইউনিভারসিটির কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। ’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের ভেরিফায়েড পেইজে ‘শিক্ষাক্ষেত্রের কিংবদন্তি ফাদার যোসেফ এস, পিশাতো, সিএসসি’ শীর্ষক একটি পোস্ট দেওয়া হয়েছে।

news24bd.tv তৌহিদ