গাছে বেঁধে গার্মেন্টস শ্রমিক আয়েশাকে নির্যাতনের ঘটনায় নারী গ্রেপ্তার

গাছে বেঁধে গার্মেন্টস শ্রমিক আয়েশাকে নির্যাতনের ঘটনায় নারী গ্রেপ্তার

Other

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম সিনাবহ ওন্দারটেক এলাকায় আয়েশা (৪০) নামে এক গার্মেন্টস শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন অভিযোগ উঠেছে।

ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় একটি মামলা হলে পুলিশ অভিযান করে শিলা নামে এক নারীকে গ্রেপ্তার করে।

পুলিশ ও এলাকাবাসী অভিযোগ সূত্রে জানা গেছে, গত (১২ র্মাচ) উপজেলার পশ্চিম সিনাবহ ওন্দারটেক এলাকায় সরকারি জমির সীমানা নিয়ে ঝগড়া বাধে। এক পর্যায়ে পাশের বাড়ির নাসির উদ্দিন, আজিজ, সালেহা, জুনায়েদ ,শিলা সহ কয়েকজন মিলে আয়েশা বেগমকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় এলোপাতাড়িভাবে মারপিট করে।

এক পর্যায়ে তার মেয়ে ফেরাতে গেলে মারপিট করা হয়। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।


রাতে তুলে নিয়ে যাওয়া সেই ছাত্রীকে উদ্ধার করা হয় বিবস্ত্র অবস্থায়

 

সুন্দরবনে হরিণ শিকারের ৩শ’ ফাঁদসহ আটক ৪

রাঙামাটিতে ব্রাশফায়ারে ৮ হত্যার বিচার না হওয়ায় উদ্বেগ

করোনা সংক্রমণে রেকর্ড


এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন। ওই ঘটনায় গতকাল বুধবার সকালে ইউপি সদস্য আব্দুল মান্নানের নেতৃত্বে কয়েক জন মাতাব্বর মিমাংশা করে বিবাদীকে আয়েশার চিকিৎসা বাবদ নগদ পাঁচ হাজার টাকা জরিমান করেন।

 

আয়েশা বেগম বিচারে সন্তুষ্ট না হওয়ায় বৃহস্পতির থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মনোয়ার হোসেন চৌধুরী জানান, ওই ঘটনায় বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে বাকী আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

news24bd.tv তৌহিদ