টাকার অভাবে বাঁচানো গেল না শরীরের বাইরে হৃৎপিণ্ড নিয়ে জন্মানো শিশুটিকে

টাকার অভাবে বাঁচানো গেল না শরীরের বাইরে হৃৎপিণ্ড নিয়ে জন্মানো শিশুটিকে

অনলাইন ডেস্ক

শরীরের বাইরে হৃৎপিণ্ড নিয়ে জন্ম নেওয়া বরিশালের আগৈলঝাড়ার সেই নবজাতক মারা গেছে।

গত শুক্রবার আগৈলঝাড়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ও শিশুর জন্ম হয়।

পরে মেয়েটিকে বাঁচানোর চেষ্টায় প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার বারডেম হাসপাতালে নেওয়া হয়।

সেখানে টাকার অভাবে নবজাতকের চিকিৎসা করাতে না পেরে নবজাতকের বাবা বাড়ি ফিরে আবার আগৈলঝাড়ার ওই ক্লিনিকে তাকে ভর্তি করেন।

গতকাল সোমবার রাতে নবজাতক মারা যায়।

ওই নবজাতক উপজেলার বড়মগড়া গ্রামের দিনমজুর রমেন জয়ধর ও অপু জয়ধর (২০) দম্পতির প্রথম সন্তান।

আগৈলঝাড়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের ব্যবস্থাপক মিলন মিয়া বলেন, ‘নবজাতক শরীরের বাইরে হৃৎপিণ্ড নিয়ে জন্মেছিল। টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় ঢাকা থেকে আগৈলঝাড়ায় এনে আমাদের ক্লিনিকে গতকাল বিকেলে তাকে ভর্তি করা হয়।

আরও পড়ুন:


পাঁচ বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

এই হচ্ছে বিএনপি, আর সব দোষ আওয়ামী লীগের?

রাজপথে নামার আহ্বান মোশাররফ-মান্নার

বাগেরহাটে ৩ ঘণ্টা পর প্লাইউড ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে


রমেন জয়ধরের ভাষ্য, ‘বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক দিন চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য মেয়েটিকে ঢাকার বারডেম হাসপাতালে নিতে বলেন। বারডেম হাসপাতালের চিকিৎসকেরা জানান, চিকিৎসায় আট লাখ টাকা লাগবে। আমার এত টাকা নেই। তাই সন্তানকে নিয়ে বাড়িতে ফিরে এলাকার ক্লিনিকে ভর্তি করি। আমার মেয়ে বিনা চিকিৎসায় মারা গেল। ’

প্রসঙ্গত, আগৈলঝাড়া উপজেলা সদরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে গত শুক্রবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। নবজাতকের হৃৎপিণ্ড ছিল শরীরের বাইরে গলার কাছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর